ETV Bharat / bharat

গুজরাত উপকূলে 3 হাজার কেজিরও বেশি মাদক উদ্ধার, 'ঐতিহাসিক সাফল্য', বললেন শাহ

author img

By PTI

Published : Feb 28, 2024, 11:32 AM IST

Updated : Feb 28, 2024, 11:57 AM IST

Drugs Seized From Boat Off Gujarat Coast: গুজরাত উপকূলে কয়েক হাজার কেজি মাদক উদ্ধার ৷ সোশাল মিডিয়ায় উচ্ছ্বসিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷

ETV Bharat
গুজরাত উপকূলে বিপুল পরিমাণে মাদক উদ্ধার

পোরবন্দর, 28 ফেব্রুয়ারি: বিপুল পরিমাণে মাদক উদ্ধার হল গুজরাত উপকূল থেকে ৷ সম্প্রতি এরকম মাদক উদ্ধার হয়নি বলেই মনে করা হচ্ছে ৷ বুধবার পুলিশ জানিয়েছে, ভারতীয় নৌসেনা, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, গুজরাত পুলিশ মিলে যৌথ উদ্যোগে অভিযান চালায় ৷ গুজরাত উপকূলে একটি সন্দেহজনক নৌকা থেকে 3 হাজার 300 কেজি মাদক উদ্ধার করা হয়েছে ৷ এর মধ্যে 3 হাজার 89 কেজির চরস, 158 গ্রাম মেথামফেটামিন, 25 কেজি মরফিন রয়েছে ৷ ওই নৌকাটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ নৌকায় থাকা 5 জনকে গ্রেফতার করেছে ভারতীয় নৌসেনা ৷

সোশাল মিডিয়ায় এই ঘটনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ তিনি লেখেন, "প্রধানমন্ত্রী মাদক-মুক্ত ভারত গড়তে চান ৷ আর সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এজেন্সিগুলি আজ উপকূলে মাদক বাজেয়াপ্ত করে বিশাল সাফল্য পেয়েছে ৷ এনসিবি, নৌসেনা, গুজরাত পুলিশ একসঙ্গে অভিযান চালিয়ে 3 হাজার 132 কেজি মাদক বাজেয়াপ্ত করেছে ৷ আমাদের সরকার যে মাদক-মুক্ত দেশ গড়তে চায়, সেই দায়বদ্ধতাকেই মান্যতা দিয়েছে এই ঐতিহাসিক সাফল্য ৷ এই সাফল্যে আমি এনসিবি, নৌসেনা এবং গুজরাত পুলিশকে শুভেচ্ছা জানাই ৷"

ভারতীয় নৌসেনার তরফেও সোশাল মিডিয়ায় এই মাদক উদ্ধারের কথা জানানো হয়েছে ৷ নৌসেনার করা পোস্ট অনুযায়ী, আগে থাকতেই এই মাদকপাচারের খবর পেয়েছিল নৌসেনা ৷ আরব সাগরে নজরদারি চালানো পি8আই এলআরএমআর এয়ারক্রাফ্ট বিষয়টি জানিয়েছিল নৌসেনাকে ৷ সেই খবর যায় নৌসেনার যুদ্ধজাহাজের কাছে ৷ তারপর ওই সন্দেহজনক নৌকাটিতে অভিযান চালিয়ে তাকে বাজেয়াপ্ত করা হয় ৷

নৌসেনা তরফে জানানো হয়েছে, পরিমাণের দিক দিয়ে বিচার করলে এটি সবচেয়ে বড় মাপের মাদক উদ্ধার অভিযান ৷ এই অভিযানে নৌসেনাকে সাহায্য় করেছে এনসিবি ৷ 27 ফেব্রুয়ারি নৌকাটিকে এবং পাঁচজন কর্মীকে সংশ্লিষ্ট দফতরের কাছে হস্তান্তর করা হয় ৷

আন্তর্জাতিক বাজারে, এক কেজি চরসের দাম 7 কোটি টাকা ৷ গুজরাতের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা এটিএসের এক প্রবীণ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে আরব সাগরে আন্তর্জাতিক জলসীমার কাছে তল্লাশি অভিযান চালানো হয় ৷ তারপরই এই 3 হাজার 132 কেজি মাদক উদ্ধার করা হয় ৷

আরও পড়ুন:

  1. দিল্লি ও মহারাষ্ট্রে 3200 কোটি টাকার এমডি মাদক বাজেয়াপ্ত করল পুনে পুলিশ
  2. মলদ্বারে লুকোনো কয়েক লক্ষের সোনা, সীমান্তে গ্রেফতার তিন বাংলাদেশি
  3. সীমান্ত থেকে দেড় কোটির 22টি সোনার বিস্কুট-সহ ধৃত মহিলা পাচারকারী
Last Updated :Feb 28, 2024, 11:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.