ETV Bharat / state

'একসময় অগ্রণী রাজ্যের মধ্যে ছিল বাংলা', বহরমপুরে আক্ষেপ নাড্ডার - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 1:26 PM IST

Updated : Apr 28, 2024, 1:52 PM IST

BJP President JP Nadda
প্রচারে জেপি নাড্ডা

BJP President JP Nadda: বহরমপুরে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসেছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা ৷ এদিন একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে কড়া আক্রমণ করেন তিনি ৷

বহরমপুর, 28 এপ্রিল: "একটা সময় ছিল, যখন বলা হত বাংলা আজ যা ভাবে, কাল দেশ তা ভাবে"। রাজ্যে নির্বাচনী প্রচারে এসে এ কথাই বললেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা ৷ রবিবার মুর্শিদাবাদের বহরমপুরে বিজেপি প্রার্থী ডাঃ নির্মল সাহার হয়ে প্রচারে আসেন ভারতীয় জনতা পার্টির অন্যতম শীর্ষ নেতা ৷ তবে এখন আর সেই দিন নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশাসনে বাংলার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে বলে তোপ দাগেন নাড্ডা ৷ এদিন তিনি বারবার ডাঃ নির্মল সাহাকে ভোট দেওয়ার বার্তা দেন ৷

নাড্ডা এদিন বলেন, "মমতাজির সরকার বাংলাকে বদনাম করেছে ৷ বাংলার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে ৷" তিনি শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিভাজনের রাজনীতি করছে ৷ তারা জঙ্গিদের সঙ্গে সমঝোতা করছে ৷ দুষ্কৃতীদের সহানুভূতির চোখে দেখে তৃণমূল সরকার ৷ বড়ঞাঁ থেকে নাড্ডা বলেন, "পাকিস্তান ভারতের দিকে খারাপ নজর দিলে, প্রধানমন্ত্রী সার্জিক্যাল স্ট্রাইক করে ৷ ঘরে ঢুকে মারে ৷"

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কথাও উল্লেখ করেন ভারতীয় জনতা পার্টির সভাপতি ৷ এদিন তাঁর ভাষণে শাসকদলের নেতাদের ঘর থেকে টাকা উদ্ধার, শিক্ষক দুর্নীতির প্রসঙ্গ উঠে আসে ৷ নাড্ডার দাবি, বিগত 10 বছরে মোদি সরকারের আমলে কোনও ঘোটালা হয়নি ৷ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে নির্বাচিত করলে ভারত তৃতীয় শক্তিশালী অর্থনৈতিক দেশ হয়ে উঠবে বলে দাবি করেন তিনি ৷ এমনকী নাড্ডা বলেন, "10 বছর আগে মোবাইলে লেখা থাকত 'মেড ইন চায়না, কোরিয়া, তাইওয়ান, জাপান'৷" এরপর তিনি বলেন, "এখন সেখানে 'মেড ইন ইন্ডিয়া' লেখা থাকে ৷" বড়ঞার প্রচার মঞ্চ থেকে তৃণমূলকে 'চাল চোর' বলে দাগান নাড্ডা ৷

তৃণমূলের 'মা, মাটি, মানুষ' স্লোগানকে কটাক্ষ করেন জেপি নাড্ডা ৷ তিনি বলেন, "পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও এখানে মহিলারাই সুরক্ষিত নয় ৷" তিনি আরও বলেন, "মা, মাটি, মানুষের কথা বলে তৃণমূল ক্ষমতায় এসেছে ৷ এদিকে তৃণমূল গরিবদের জমি কেড়ে দিয়েছে ৷ এদিকে এখানে বিনা টাকা দিয়ে কোনও কাজ হয় ? তোলাবাজি হয় কি না ?" শেখ শাহজাহানের প্রসঙ্গও বাদ যায়নি তাঁর বক্তৃতা থেকে ৷ তিনি বলেন, "তৃণমূলের নেতা মানুষের জমি কেড়ে নিয়েছে ৷ এই রাজ্যে মায়েরা সুরক্ষিত নয় ৷"

আরও পড়ুন:

  1. আম-মাখনার ছায়া ঢাকা পড়ল রেশম-ভাঙন, মোদির ভাষণে হতাশ জেলাবাসী
  2. বাংলাদেশি ভোটব্যাংকের স্বার্থে কংগ্রেসের 'উত্তরাধিকার সম্পত্তি কর' সমর্থন, তৃণমূলকে নিশানা মোদির
Last Updated :Apr 28, 2024, 1:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.