ETV Bharat / politics

বাংলাদেশি ভোটব্যাংকের স্বার্থে কংগ্রেসের 'উত্তরাধিকার সম্পত্তি কর' সমর্থন, তৃণমূলকে নিশানা মোদির - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: স্যাম পিত্রোদার 'উত্তরাধিকার সম্পত্তি কর' ও কংগ্রেসের 'সম্পদ পুনর্বন্টন' ৷ এই দুই ইস্যুকে এবার পশ্চিমবঙ্গের অনুপ্রবেশ ইস্যুর সঙ্গে জুড়ে দিলেন নরেন্দ্র মোদি ৷ মানুষের কষ্টের উপার্জন, সঞ্চয়কে কংগ্রেস ও তৃণমূল 'ভোটব্যাংকের' হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 3:00 PM IST

Image Courtesy: BJP India X
Image Courtesy: BJP India X

মালদা, 26 এপ্রিল: মালদা জেলা তথা পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশ বড় সমস্যা ৷ এই দুই সমস্যাকে এবার নয়া পন্থায় বিরোধী তৃণমূল ও কংগ্রেসের বিরুদ্ধে ব্যবহার করলেন নরেন্দ্র মোদি ৷ অভিযোগ করলেন, কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে 'সম্পদ পুনর্বন্টন' ও স্যাম পিত্রোদার 'উত্তরাধিকার সম্পত্তি কর' মন্তব্য, আদতে এই অনুপ্রবেশকারী ভোটব্যাংকের স্বার্থে ৷ আর এতে তৃণমূলের পূর্ণ সমর্থন রয়েছে ৷

শুক্রবার মালদায় নির্বাচনী প্রচারে মোদি বলেন, "কংগ্রেস বলছে ক্ষমতায় এলে মানুষের কষ্টের উপার্জনকে ছিনিয়ে নেবে ৷ মা-বোনদের মঙ্গলসূত্র, সোনা, জমি-বাড়ি স্ক্যান করবে ৷ কংগ্রেসের রাজপুত্র বিদেশ থেকে স্ক্যানিং মেশিন আনিয়েছেন ৷ সেখানে আপনার সম্পত্তি স্ক্যান হবে ৷ তারপর তা বাজেয়াপ্ত করবে কংগ্রেস ৷" মোদির অভিযোগ, দেশের সাধারণ মানুষের এই সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্দেশ্য 'তোষণের রাজনীতি' ৷

মোদির দাবি, আপনাদের কষ্টের উপার্জন দখলে নিয়ে নিজেদের ভোটব্যাংকের কাছে বিলিয়ে দেবে কংগ্রেস ৷ আর কংগ্রেসের 'সম্পদ পুনর্বন্টন' নীতিকে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল সমর্থন করছে চুপ থেকে ৷ মোদির বক্তব্য, এখানে তৃণমূলের স্বার্থ রয়েছে ৷ আর তা হল, কংগ্রেসের মতোই ভোটব্যাংকের স্বার্থ ৷ মোদি বলেন, "তৃণমূল কংগ্রেস বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে ৷ আর তারা আপনাদের জমিতে দখল নিচ্ছে ৷ তৃণমূল এখানে বাংলাদেশিদের আশ্রয় দিচ্ছে ৷ আর কংগ্রেস আপনাদের সম্পত্তি সেই অনুপ্রবেশকারী ভোটব্যাংকের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে ৷"

এই ইস্যুতে ভারতীয় ওভারসিজ কংগ্রেসের চেয়ারপার্সন স্যাম পিত্রোদার সাম্প্রতিক 'উত্তরাধিকার সম্পত্তি কর' মন্তব্যকে হাতিয়ার করেন নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "কংগ্রেসের লোকজন 'উত্তরাধিকার সম্পত্তি কর' ব্যবস্থা চালু করার পরিকল্পনাও করছে ৷ এর অর্থ, আপনি সারাজীবন যা উপার্জন করবেন, তা আপনার ছেলেমেয়েরা ভোগ করতে পারবে না ৷ আপনার উপার্জনের 55 শতাংশ দখল করে ওই ভোটব্যাংকের হাতে তুলে দেবে ৷"

সম্পত্তি বাজেয়াপ্ত করার ইস্যুতে, এদিন ফের একবার জীবন বীমা সংস্থার ট্যাগলাইন ব্যবহার করে কংগ্রেস ও তৃণমূলকে নিশানা করলেন মোদি ৷ তিনি বলেন, "এই কংগ্রেস ও তৃণমূল 'জিন্দেগি কে সাথ ভি, জিন্দেগি কে বাদ ভি', আপনাদের সম্পদ লুঠ করবে ৷" উল্লেখ্য, স্যাম পিত্রোদার ভারতে 'উত্তরাধিকার সম্পত্তি কর' লাগু করার দাবিকে, ব্যক্তিগত মত বলে উল্লেখ করেছে কংগ্রেস ৷ হাত শিবির দাবি করেছে, পিত্রোদার বক্তব্যের সঙ্গে তাদের কোনও যোগ নেই ৷ তবে, লোকসভা নির্বাচনের প্রচারে 'সম্পত্তি' দখলের ভীতিকে হাতিয়ার করেছেন নরেন্দ্র মোদি তথা বিজেপি ৷

আরও পড়ুন:

  1. 26 হাজার পরিবারের রুটি-রুজি বন্ধ করেছে, এসএসসি নিয়ে তৃণমূলকে নিশানা মোদির
  2. মালদার সংখ্যালঘু ভোটকে টার্গেট করে সিএএ-ব্যাখ্যা মোদির; তিন তালাকে 'মহিলা'দের মন জয়ের চেষ্টা

মালদা, 26 এপ্রিল: মালদা জেলা তথা পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশ বড় সমস্যা ৷ এই দুই সমস্যাকে এবার নয়া পন্থায় বিরোধী তৃণমূল ও কংগ্রেসের বিরুদ্ধে ব্যবহার করলেন নরেন্দ্র মোদি ৷ অভিযোগ করলেন, কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে 'সম্পদ পুনর্বন্টন' ও স্যাম পিত্রোদার 'উত্তরাধিকার সম্পত্তি কর' মন্তব্য, আদতে এই অনুপ্রবেশকারী ভোটব্যাংকের স্বার্থে ৷ আর এতে তৃণমূলের পূর্ণ সমর্থন রয়েছে ৷

শুক্রবার মালদায় নির্বাচনী প্রচারে মোদি বলেন, "কংগ্রেস বলছে ক্ষমতায় এলে মানুষের কষ্টের উপার্জনকে ছিনিয়ে নেবে ৷ মা-বোনদের মঙ্গলসূত্র, সোনা, জমি-বাড়ি স্ক্যান করবে ৷ কংগ্রেসের রাজপুত্র বিদেশ থেকে স্ক্যানিং মেশিন আনিয়েছেন ৷ সেখানে আপনার সম্পত্তি স্ক্যান হবে ৷ তারপর তা বাজেয়াপ্ত করবে কংগ্রেস ৷" মোদির অভিযোগ, দেশের সাধারণ মানুষের এই সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্দেশ্য 'তোষণের রাজনীতি' ৷

মোদির দাবি, আপনাদের কষ্টের উপার্জন দখলে নিয়ে নিজেদের ভোটব্যাংকের কাছে বিলিয়ে দেবে কংগ্রেস ৷ আর কংগ্রেসের 'সম্পদ পুনর্বন্টন' নীতিকে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল সমর্থন করছে চুপ থেকে ৷ মোদির বক্তব্য, এখানে তৃণমূলের স্বার্থ রয়েছে ৷ আর তা হল, কংগ্রেসের মতোই ভোটব্যাংকের স্বার্থ ৷ মোদি বলেন, "তৃণমূল কংগ্রেস বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে ৷ আর তারা আপনাদের জমিতে দখল নিচ্ছে ৷ তৃণমূল এখানে বাংলাদেশিদের আশ্রয় দিচ্ছে ৷ আর কংগ্রেস আপনাদের সম্পত্তি সেই অনুপ্রবেশকারী ভোটব্যাংকের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে ৷"

এই ইস্যুতে ভারতীয় ওভারসিজ কংগ্রেসের চেয়ারপার্সন স্যাম পিত্রোদার সাম্প্রতিক 'উত্তরাধিকার সম্পত্তি কর' মন্তব্যকে হাতিয়ার করেন নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "কংগ্রেসের লোকজন 'উত্তরাধিকার সম্পত্তি কর' ব্যবস্থা চালু করার পরিকল্পনাও করছে ৷ এর অর্থ, আপনি সারাজীবন যা উপার্জন করবেন, তা আপনার ছেলেমেয়েরা ভোগ করতে পারবে না ৷ আপনার উপার্জনের 55 শতাংশ দখল করে ওই ভোটব্যাংকের হাতে তুলে দেবে ৷"

সম্পত্তি বাজেয়াপ্ত করার ইস্যুতে, এদিন ফের একবার জীবন বীমা সংস্থার ট্যাগলাইন ব্যবহার করে কংগ্রেস ও তৃণমূলকে নিশানা করলেন মোদি ৷ তিনি বলেন, "এই কংগ্রেস ও তৃণমূল 'জিন্দেগি কে সাথ ভি, জিন্দেগি কে বাদ ভি', আপনাদের সম্পদ লুঠ করবে ৷" উল্লেখ্য, স্যাম পিত্রোদার ভারতে 'উত্তরাধিকার সম্পত্তি কর' লাগু করার দাবিকে, ব্যক্তিগত মত বলে উল্লেখ করেছে কংগ্রেস ৷ হাত শিবির দাবি করেছে, পিত্রোদার বক্তব্যের সঙ্গে তাদের কোনও যোগ নেই ৷ তবে, লোকসভা নির্বাচনের প্রচারে 'সম্পত্তি' দখলের ভীতিকে হাতিয়ার করেছেন নরেন্দ্র মোদি তথা বিজেপি ৷

আরও পড়ুন:

  1. 26 হাজার পরিবারের রুটি-রুজি বন্ধ করেছে, এসএসসি নিয়ে তৃণমূলকে নিশানা মোদির
  2. মালদার সংখ্যালঘু ভোটকে টার্গেট করে সিএএ-ব্যাখ্যা মোদির; তিন তালাকে 'মহিলা'দের মন জয়ের চেষ্টা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.