ETV Bharat / politics

মালদার সংখ্যালঘু ভোটকে টার্গেট করে সিএএ-ব্যাখ্যা মোদির; তিন তালাকে 'মহিলা'দের মন জয়ের চেষ্টা - LOK SABHA ELECTION 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 1:43 PM IST

Image Courtesy: BJP India X
Image Courtesy: BJP India X

Lok Sabha Election 2024: মালদা উত্তর ও দক্ষিণ লোকসভায় একটা বড় অংশে রয়েছে সংখ্যালঘু ভোট ৷ সেই বিপুল পরিমাণ ভোটারকে আজ টার্গেট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাই সিএএ নিয়ে বিরোধীদের দাবির বিরুদ্ধে, ব্যাখ্যা দিলেন নরেন্দ্র মোদি ৷

মালদা, 26 এপ্রিল: 'ইন্ডিয়া' জোটের ভয়ঙ্কর উদ্দেশ্য দেশে লাগু হওয়া সিএএ আইন প্রত্যাহার করা ৷ জনকল্যাণের স্বার্থে তৈরি করা এই আইন, কংগ্রেস ও তৃণমূলের মতো দল ক্ষমতায় এলে সবার আগে তুলে দেবে ৷ আজ মালদা জেলার দুই লোকসভা আসনের প্রচারে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যেখানে মোদির প্রধান লক্ষ্য ছিল মালদা জেলার বিশাল সংখ্যক সংখ্যালঘু ভোট ৷ তাই সিএএ আইন কী ও কেন, তার ব্যাখ্যাও দিতে শোনা গেল মোদিকে ৷

মালদা জেলার একটা বড় অংশ জুড়ে সংখ্যালঘু ভোট ব্যাংক রয়েছে ৷ বিশেষত, মালদা দক্ষিণ লোকসভায় ৷ সেই বিশাল সংখ্য়ক ভোটকেই এদিন টার্গেট করেন মোদি ৷ তাই এরাজ্যে সিএএ নিয়ে তৃণমূলের যে দাবি, তা পত্রপাঠ খারিজ করলেন মোদি ৷ তাঁর স্পষ্ট বক্তব্য, "সিএএ নিয়ে তৃণমূল ও কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে ৷ অপপ্রচার চালাচ্ছে ৷ সিএএ আইন লাগু করা হয়েছে, নাগরিকত্ব দেওয়ার জন্য ৷ মানুষের থেকে নাগরিকত্ব কেড়ে নিতে নয় ৷"

মোদি তাঁর ব্যাখ্যায় বলেন, "কেন্দ্র সিএএ আইন লাগু করেছে ৷ কিন্তু, 'ইন্ডিয়া' জোট ক্ষমতায় এলে সেই আইন বাতিলের পরিকল্পনা করছে ৷ ভাগাভাগির মাধ্যমে তৈরি হওয়া দেশগুলিতে সংখ্যালঘু হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধদের উপর অত্যাচার চালানো হচ্ছে ৷ সেখানে মন্দির, গুরুদ্ধার ও মঠ ভেঙে দেওয়া হচ্ছে ৷ জোর করে বাড়ির মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে ৷ এই মানুষগুলি কোথা যাবে ? তাঁদের নাগরিকত্ব দিতেই এই আইন ৷ কারও নাগরিকত্ব কেড়ে নিতে নয় ৷"

বাংলায় নারী নির্যাতনের অভিযোগে এদিন ফের একবার তৃণমূলের বিরুদ্ধে সরব হন মোদি ৷ তাঁর দাবি, মা-মাটি-মানুষের নামে বাংলার মায়ের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ এক্ষেত্রে সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে বাংলার মুসলিম মহিলাদের সঙ্গে ৷ তাই কেন্দ্রীয় সরকার যখন তিন তালাককে বেআইনি ঘোষণা করতে আইন এনেছে, তখন তৃণমূল তার বিরোধিতা করেছে ৷

মোদির বক্তব্য, "মুসলিম মহিলাদের প্রতি মুহূর্তে অপমান, লাঞ্ছনা ও অত্যাচারের হাত থেকে মুক্তি দিতে বিজেপির সরকার তিন তালাককে অবৈধ ঘোষণা করেছে ৷ মুসলিম মহিলাদের অধিকারকে সুরক্ষিত করতে আইন এনেছে ৷ কিন্তু, তৃণমূল ও কংগ্রেসের মতো সুবিধাবাদী দল, তার বিরোধিতা করেছে ৷ কারণ, তারা তোষণের রাজনীতি করে ৷ তাই মহিলাদের স্বার্থে নেওয়া সিদ্ধান্তের বিরোধিতা করছে ৷"

আরও পড়ুন:

  1. 26 হাজার পরিবারের রুটি-রুজি বন্ধ করেছে, এসএসসি নিয়ে তৃণমূলকে নিশানা মোদির
  2. বীরভূমের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিসের মনোনয়ন বাতিল, কেন ?
  3. বালুরঘাটে সুকান্তকে 'গো-ব্যাক' স্লোগান, রিপোর্ট তলব কমিশনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.