ETV Bharat / politics

বীরভূমের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিসের মনোনয়ন বাতিল, কেন ? - Lok Sabha Election 2024

Debashis Dhar nomination cancelled: আয়বহির্ভূত সম্পত্তির একটি মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না-পাওয়ায়, বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের মনোনয়নপত্র বাতিল করল নির্বাচন কমিশন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 12:29 PM IST

Updated : Apr 26, 2024, 2:06 PM IST

ETV BHARAT
ETV BHARAT
বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিসের মনোনয়ন বাতিল

বীরভূম, 26 এপ্রিল: বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন ৷ আয়বহির্ভূত সম্পত্তির একটি মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না-পাওয়ায় দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয়েছে বলে জানিয়েছে কমিশন ৷ তবে মনোনয়ন বাতিলের পরই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর ৷

এ দিন মনোনয়নপত্র স্ক্রুটিনির দিন ছিল ৷ এ দিন এমন কিছু একটা হতে পারে, তা আগেই আঁচ করেছিল বিজেপি ৷ সেই আশঙ্কা থেকেই দেবতনু ভট্টাচার্যকেও প্রার্থী করে বিজেপি । শুক্রবার কমিশন দেবাশিস ধরের মনোনয়নপত্র বাতিল করায়, হাইকোর্টে যাচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা । বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করেছিল বিজেপি ।

2021 সালে বিধানসভা নির্বাচন চলাকালীন তিনি কোচবিহার জেলার পুলিশ সুপার ছিলেন ৷ নির্বাচনের দিন শীতলকুচিতে বুথে ঝামেলার সময় গুলি চালান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় 4 জনের ৷ এই ঘটনায় তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধর নির্বাচন কমিশনকে যে রিপোর্ট দেন, তাতে নাকি অখুশি ছিল রাজ্য সরকার ৷ অভিযোগ, এরপরেই দেবাশিস ধরকে সাসপেন্ড করা হয় ৷

এমনকি, 2022 সালে তাঁর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগও ওঠে ৷ যার তদন্ত শুরু করে রাজ্য পুলিশের সিআইডি ৷ দেবাশিস ধরের বাড়ি-সহ বিভিন্ন ডেরায় হানা দেন তদন্তকারী অফিসাররা । এখনও সেই মর্মে দুটি মামলা চলছে ৷ সেই মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না-পাওয়ায় দেবাশিস ধরের মনোনয়ন পত্র বাতিল করে দিল নির্বাচন কমিশন ৷

13 মে চতুর্থ দফায় বীরভূম লোকসভা কেন্দ্রে নির্বাচন । সে জন্য গত 25 এপ্রিল সিউড়ি জেলাশাসকের দফতরে বিজেপির প্রতীকে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন দেবতনু ভট্টাচার্যকে ৷ কমিশন তাঁর মনোনয়নপত্র বাতিল করায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন দেবাশিস ধর ৷

এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ৷ তবে তাঁর দাবি, বিজেপি প্রার্থী যিনিই হোন, জিতবেন তিনিই ৷ শতাব্দীর কথায়, "খারাপ লাগছে । যে দলেরই হোক, এত দিন ধরে উনি প্রচার করলেন । একটা মানসিক প্রস্তুতি তো থাকে সবার ৷ সেই জায়গা থেকে মনোবল ভেঙে যায় ৷ যদিও উনি প্রার্থী থাকলেও আমিই জিততাম, এখনও আমিই জিতব ৷"

আরও পড়ুন:

  1. বেলা 11টা পর্যন্ত শতাংশের নিরিখে ভোটদানে এগিয়ে পাহাড়, কম ভোট পড়ল বালুরঘাটে
  2. 'আয়বহির্ভূত সম্পত্তি'তে অভিযুক্ত বিজেপি প্রার্থী দেবাশিস ধর কোটিপতি
  3. অস্ত্র হাতে রাম নবমীর মিছিলে বিজেপি প্রার্থী, পুলিশের বাধায় তুলকালাম বীরভূমে

বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিসের মনোনয়ন বাতিল

বীরভূম, 26 এপ্রিল: বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন ৷ আয়বহির্ভূত সম্পত্তির একটি মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না-পাওয়ায় দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয়েছে বলে জানিয়েছে কমিশন ৷ তবে মনোনয়ন বাতিলের পরই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর ৷

এ দিন মনোনয়নপত্র স্ক্রুটিনির দিন ছিল ৷ এ দিন এমন কিছু একটা হতে পারে, তা আগেই আঁচ করেছিল বিজেপি ৷ সেই আশঙ্কা থেকেই দেবতনু ভট্টাচার্যকেও প্রার্থী করে বিজেপি । শুক্রবার কমিশন দেবাশিস ধরের মনোনয়নপত্র বাতিল করায়, হাইকোর্টে যাচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা । বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করেছিল বিজেপি ।

2021 সালে বিধানসভা নির্বাচন চলাকালীন তিনি কোচবিহার জেলার পুলিশ সুপার ছিলেন ৷ নির্বাচনের দিন শীতলকুচিতে বুথে ঝামেলার সময় গুলি চালান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় 4 জনের ৷ এই ঘটনায় তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধর নির্বাচন কমিশনকে যে রিপোর্ট দেন, তাতে নাকি অখুশি ছিল রাজ্য সরকার ৷ অভিযোগ, এরপরেই দেবাশিস ধরকে সাসপেন্ড করা হয় ৷

এমনকি, 2022 সালে তাঁর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগও ওঠে ৷ যার তদন্ত শুরু করে রাজ্য পুলিশের সিআইডি ৷ দেবাশিস ধরের বাড়ি-সহ বিভিন্ন ডেরায় হানা দেন তদন্তকারী অফিসাররা । এখনও সেই মর্মে দুটি মামলা চলছে ৷ সেই মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না-পাওয়ায় দেবাশিস ধরের মনোনয়ন পত্র বাতিল করে দিল নির্বাচন কমিশন ৷

13 মে চতুর্থ দফায় বীরভূম লোকসভা কেন্দ্রে নির্বাচন । সে জন্য গত 25 এপ্রিল সিউড়ি জেলাশাসকের দফতরে বিজেপির প্রতীকে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন দেবতনু ভট্টাচার্যকে ৷ কমিশন তাঁর মনোনয়নপত্র বাতিল করায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন দেবাশিস ধর ৷

এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ৷ তবে তাঁর দাবি, বিজেপি প্রার্থী যিনিই হোন, জিতবেন তিনিই ৷ শতাব্দীর কথায়, "খারাপ লাগছে । যে দলেরই হোক, এত দিন ধরে উনি প্রচার করলেন । একটা মানসিক প্রস্তুতি তো থাকে সবার ৷ সেই জায়গা থেকে মনোবল ভেঙে যায় ৷ যদিও উনি প্রার্থী থাকলেও আমিই জিততাম, এখনও আমিই জিতব ৷"

আরও পড়ুন:

  1. বেলা 11টা পর্যন্ত শতাংশের নিরিখে ভোটদানে এগিয়ে পাহাড়, কম ভোট পড়ল বালুরঘাটে
  2. 'আয়বহির্ভূত সম্পত্তি'তে অভিযুক্ত বিজেপি প্রার্থী দেবাশিস ধর কোটিপতি
  3. অস্ত্র হাতে রাম নবমীর মিছিলে বিজেপি প্রার্থী, পুলিশের বাধায় তুলকালাম বীরভূমে
Last Updated : Apr 26, 2024, 2:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.