ETV Bharat / international

মার্কিন মুলুকে নতুন নাগরিকত্ব, চিনকে ছাপিয়ে গেল ভারত - American Citizens

author img

By PTI

Published : Apr 22, 2024, 7:47 PM IST

American Citizens
American Citizens

Indians Became American Citizens: 2022 সালে প্রায় 66 হাজার ভারতীয় বংশোদ্ভূত আনুষ্ঠানিকভাবে আমেরিকান নাগরিক হয়েছেন ৷ এমনটাই উঠে এসেছে সিআরএস রিপোর্টে ৷ এই পরিসংখ্যান অনুসারে ভারত নতুন মার্কিন নাগরিকত্বের নিরিখে চিনকে হারিয়ে মেক্সিকোর পরে দ্বিতীয় স্থানে রয়েছে ৷

ওয়াশিংটন, 22 এপ্রিল: আনুষ্ঠানিকভাবে মোট 65 হাজার 960 জন ভারতীয় বংশোদ্ভূত পেলেন মার্কিন নাগরিকত্ব ৷ এই পরিসংখ্যানের মাধ্যমেই মেক্সিকোর পরে আমেরিকায় নতুন নাগরিকত্বের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম স্থানে চলে এল ভারত ৷ এমনটাই বলছে সাম্প্রতিক কংগ্রেসনাল রিপোর্ট । মার্কিন সেনসাস ব্যুরোর আমেরিকান কমিউনিটি জরিপ তথ্য অনুসারে, আনুমানিক 46 মিলিয়ন ব্যক্তি যারা বিদেশে জন্মগ্রহণ করেছে এবং তারা 2022 সাল থেকে মার্কিন মুলুকে বসবাস করছিল ৷ এরা হল আমেরিকায় মোট জনসংখ্যা 333 মিলিয়নের প্রায় 14 শতাংশ । এর মধ্যে 24.5 মিলিয়ন, প্রায় 53 শতাংশ এ দেশের নাগরিক বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে ।

2022 অর্থবর্ষে স্বাধীন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের 15 এপ্রিলের সর্বশেষ ইউএস ন্যাচারালাইজেশন পলিসি রিপোর্ট অনুসারে মোট 9 লক্ষ 69 হাজার 380 জন ব্যক্তি আমেরিকার নাগরিক হয়েছিলেন । মেক্সিকোতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সর্বাধিক সংখ্যক নাগরিকত্ব পান ৷ তারপরে ভারত, ফিলিপাইন, কিউবা এবং ডোমিনিকান প্রজাতন্ত্রের ব্যক্তিরা রয়েছে । সর্বশেষ তথ্যের উপর ভিত্তি করে সিআরএস 2022 সালে বলেছে, প্রায় 1 লক্ষ 28 হাজার 878 মেক্সিকান নাগরিক আমেরিকান নাগরিক হয়েছেন । তাদের পরে ভারতীয় (65,960), ফিলিপাইন (53,413), কিউবা (46,913), ডোমিনিকান প্রজাতন্ত্র (34,525), ভিয়েতনাম (33,246) এবং চিন (27,038) ।

2023 সালের হিসেবে সিআরএস অনুসারে, মোট 2 কোটি 8 লক্ষ 31 হাজার 330 জন ভারতীয় আমেরিকান নাগরিক হয়েছে ৷ যারা জন্ম সূত্রে ভারতীয় ৷ তবে এই দিক থেকে সবচেয়ে এগিয়ে মেক্সিকো। সংখ্যাটা 10 কোটি 6 লক্ষ 38 হাজার 429 জন । মেক্সিকো এবং ভারতের পরেই রয়েছে চিন ৷ 2 কোটি 2 লক্ষ 25 হাজার 447 জন চিনের বাসিন্দা আমেরিকার নাগরিক হয়েছে । তবে আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের প্রায় 42 শতাংশ বর্তমানে মার্কিন নাগরিক হওয়ার জন্য অযোগ্য ৷ এমনটাই সিআরএস রিপোর্টে বলা হয়েছে ।

2023 সাল পর্যন্ত প্রায় 2 কোটি 90 হাজার ভারতীয় বংশোদ্ভূত যাদের গ্রিন কার্ড বা লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্সি (এলপিআর) ছিল তারা মার্কিন নাগরিক হওয়ায় জন্য যোগ্য ছিল । সিআরএস বলেছে, সাম্প্রতিক বছরগুলিতে কিছু পর্যবেক্ষক ইউএসসিআইএস প্রক্রিয়াকরণের ব্যাকলগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন । যদিও 2020 আর্থিক বছরে থেকে ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনের ব্যাকলগ অব্যাহত রয়েছে ৷

আরও পড়ুন:

  1. মধ্যপ্রাচ্য থেকে এখনই সরছে না মার্কিন যুদ্ধ সামগ্রী, জানালেন প্রতিরক্ষা সচিব
  2. সংসদীয় নির্বাচনে প্রেসিডেন্ট মুইজ্জুর চিন-প্রীতিতেই রায় মলদ্বীপের, ভারতের জন্য কী বার্তা!
  3. ডার্ক ওয়েবে মাদক বিক্রি, ভারতীয়কে 5 বছরের কারাদণ্ড মার্কিন আদালতের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.