ETV Bharat / entertainment

14 বছর পর জুটি বাঁধছেন অক্ষয়-প্রিয়দর্শন, আসছে ফ্যান্টাসি হরর ফিল্ম - Akshay Priyadarshan Reunion

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 1:33 PM IST

Updated : Apr 26, 2024, 3:33 PM IST

ETV BHARAT
14 বছর পর জুটি বাঁধছেন অক্ষয়-প্রিয়দর্শন, আসছে ফ্যান্টাসি হরর ফিল্ম

Akshay-Priyadarshan Reunion: অক্ষয় কুমার এবং চলচ্চিত্র নির্মাতা প্রিয়দর্শন একটি ফ্যান্টাসি হরর ফিল্মের জন্য 14 বছর পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন ৷ দু'জন এর আগে কাল্ট ফিল্ম হেরা ফেরি এবং গরম মশালায় কাজ করেছেন ।

হায়দরাবাদ, 26 এপ্রিল: আবারও জুটি বাঁধতে চলেছেন অক্ষয় কুমার, প্রিয়দর্শন ও একতা কাপুর ৷ সাম্প্রতিক একটি আপডেটে চলচ্চিত্র নির্মাতা প্রিয়দর্শন 14 বছর পর অক্ষয়ের সঙ্গে তাঁর আবার কাজ করার কথা নিশ্চিত করেছেন । প্রিয়দর্শন ও অক্ষয়ের জুটি এর আগে হেরা ফেরি, ভাগম ভাগ এবং গরম মাশালার মতো ছবি উপহার দিয়েছেন দর্শকদের ৷ আসন্ন ফিল্মের প্রযোজক একতা কাপুর ৷ মজার মোড়কে হরর ফ্যান্টাসি গল্পই তুলে ধরবে এই ছবি ৷

একটি সংবাদসংস্থার সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকারে প্রিয়দর্শন প্রকাশ করেছেন যে, তিনি রাম মন্দিরের ইতিহাস সম্পর্কে তাঁর ডকুমেন্টারি সিরিজের চিত্রগ্রহণ শেষ করেছেন এবং এখন একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে অক্ষয়ের সঙ্গে ছবি করবেন । তিনি বলেছেন, "এখন যেহেতু আমি রাম মন্দিরের ইতিহাসের উপর আমার ডকু-সিরিজ শেষ করেছি, আমি অক্ষয়ের সঙ্গে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবির কাজ শুরু করছি, যেটি একতা কাপুর প্রযোজনা করবেন । এটি হাস্যরসের মোড়কে একটি হরর ফ্যান্টাসি ।"

বলিউডের সুপারস্টারের সঙ্গে তাঁর একসঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে প্রিয়দর্শন বলেন, "অক্ষয়ের সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের । আমাদের প্রথম চলচ্চিত্র থেকে এই পর্যন্ত, তিনি সবসময়ই প্রশংসনীয় অভিনয় করেছেন । আমি তাঁকে নিয়ে ছবি করার জন্য একটি সুন্দর বিষয় খুঁজছিলাম । আমার মনে হয়েছে এটাই সেই ছবি হবে।"

অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের ফ্যান্টাসি হরর ফিল্মটি জাদুর পটভূমিতে ভারতীয় কুসংস্কারগুলি খুঁজে বেড়াবে ৷ ভুলভুলাইয়ার পরিচালক বলেন যে, তাঁর প্রথম হরর ফিল্ম ছিল একটি মনস্তাত্ত্বিক থ্রিলার, জাদুর পটভূমিতে এটি একটি ফ্যান্টাসি সেট হবে ৷ একে তিনি ভারতের প্রাচীনতম কুসংস্কার হিসেবে উল্লেখ করেছেন ।

কর্মক্ষেত্রে অক্ষয়ের সর্বশেষ ছবি আলি আব্বাস জাফর পরিচালিত বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ সতেরো দিন ধরে প্রেক্ষাগৃহে রয়েছে । এতে টাইগার শ্রফ এবং পৃথ্বীরাজ সুকুমারণও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ।

আরও পড়ুন:

  1. ধনুশের সঙ্গে চলছে কুবেরের শুটিং, সেট থেকে ছবি পোস্ট রশ্মিকার
  2. ব্যর্থতার কানাগলি থেকে সাফল্যের সরণি-অরিজিতের জীবন যেন রূপকথার গল্প
  3. রাহুল রায় এবার বাংলা ছবিতে, 'আশিকি' স্টারকে রাজি করানোর গল্প শোনালেন পরিচালক
Last Updated :Apr 26, 2024, 3:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.