ETV Bharat / entertainment

ব্যর্থতার কানাগলি থেকে সাফল্যের সরণি-অরিজিতের জীবন যেন রূপকথার গল্প - Arijit Singh Birthday

Arijit Singh Songs: বলিউড ও টলিউডের প্লেব্যাক সিঙ্গারের মধ্যে অন্য়তম অরিজিৎ সিং ৷ 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত গানের কয়েকটি অ্যাপে যিনি ছিলেন মোস্ট-স্ট্রিমড ইন্ডিয়ান আর্টিস্ট, সেই শিল্পীর সফরনামা ছিল চড়াই-উতরাইয়ে ভরা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 4:10 PM IST

Arijit Singh Songs
অরিজিৎ সিং

হায়দরাবাদ, 25 এপ্রিল: সঞ্জয় লীলা বনশালির 'সাওয়ারিয়া' ছবিতে 'ইউ শবনমি' গানটা গাওয়ার পরেও চিত্রনাট্য বদলের কারণে বাদ পড়ে তাঁর গান ৷ 2005 সালে 'ফেম গুরুকুল' থেকে বেরোনোর পর 'টিপস'-এর সঙ্গে চুক্তি হওয়ার পরেও আজও মুক্তি পায়নি সেই অ্যালবাম ৷ একের পর এক ব্যর্থতা আসার পরেও দমে যাননি মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অরিজিৎ সিং ৷ আজ যাঁর গানে বিশ্ব মোহিত হয়ে যায়, একসময়ে তাঁকেই একাধিক মিউজিক ডিরেক্টর সুযোগ দিতে দশবার ভাবতেন ৷

বাবা কক্কর সিং শিখ বা মা অদিতি সিং বাঙালি ৷ ছোটবেলা থেকেই বাড়িতে ছিল গানের পরিবেশ ৷ পরবর্তী সময়ে সেই গানকেই পেশা হিসেবে বেছে নিতে বদ্ধপরিকর হন অরিজিৎ ৷ তবে পথটা সহজ ছিল না ৷ 2006 থেকে 2009 পর্যন্ত মুম্বইয়ে মাটি কামড়ে পড়ে থাকেন ৷ ফল মেলে 2010 সালে ৷ সঙ্গীত পরিচালক প্রীতমের সঙ্গে তিনটি ছবি 'গোলমাল 3', 'ক্রুক' ও 'অ্যাকশন রিপ্লে'-তে গান-প্রযোজনায় যুক্ত থাকেন ৷

2011 সালে বলিউডে প্লেব্যাক সিঙ্গার হিসাবে প্রথম গান আসে অরিজিতের ৷ নেপথ্যে সুরকার মিঠুন ৷ 'মার্ডার 2' ছবির সুরে 'ফির মহব্বত' গানে গলা দেন অরিজিৎ ৷ তবে মজার বিষয় গানটি তিনি রেকর্ড করেছিলেন 2009 সালে তবে মুক্তি পায় 2011-তে ৷ সেই বছরই প্রীতমের সুরে 'এজেন্ট বিনোদ' ছবির 'রাবতা' গান করেন অরিজিৎ সিং ৷ প্রীতমের সুরে গানের সুযোগ পান 'প্লেয়ার্স', 'ককটেল' ও 'বরফি' ছবিতেও ৷ গান জনপ্রিয় হলেও গায়ক হিসাবে অরিজিৎ তখনও সেই পরিচিতি বা খ্যাতি পাননি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সালটা 2013 ৷ নতুন মুখ হিসেবে বলিউডে পা রাখেন আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুর ৷ ছবির নাম 'আশিকি 2' ৷ মিঠুনের লেখা ও সুরে অরিজিতের 'তুম হি হো' গানটি প্রকাশ্যে আসে ৷ যা মুক্তির পরেই ঝড় তোলে সঙ্গীত দুনিয়ায় ৷ চোখের নিমেষে অরিজিৎ সিং পৌঁছে যান জনপ্রিয়তার সেই শিখরে, তা আজও তাঁকে সেখানেই বসিয়ে রেখেছে ৷ এই গানের জন্য প্রথমবার সেরা গায়ক হিসাবে অরিজিৎ ঝুলিতে ভরেন ফিল্মফেয়ার পুরস্কার ৷ সেই শুরু ৷ জিয়াগঞ্জের সেই বাঙালি ছেলেটাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি ৷ শাহরুখ খান, অক্ষয় কুমার থেকে শাহিদ কাপুর-রণবীর সিং, বিটাউনের তাবড় তাবড় প্রথম সারির অভিনেতাদের গানের কণ্ঠ হয়ে ওঠেন অরিজিৎ সিং ৷

Arijit Singh
Arijit Singh

নিজের সঙ্গীত জীবনে প্লেব্যাক সিঙ্গার হিসেবে অরিজিৎ সিং হিন্দি ছবির গান গেয়েছেন প্রায় 428টি, বাংলা ছবির গান গেয়েছেন 120টি ৷ এছাড়াও গেয়েছেন 25টি তেলুগু ছবির গান, 4টে তামিল ছবি, 4টে মারাঠি ছবি, 2টি কন্নড় ছবি ও একটি মালয়লম ছবিতে প্লেব্যাক সিঙ্গার হিসাবে গান গেয়েছেন অরিজিৎ সিং ৷ এই ভাবেই গানে গানে শ্রোতাদের মুগ্ধ করতে থাকুন শিল্পী অরিজিৎ, জন্মদিনে রইল এমনই শুভেচ্ছা ৷

আরও পড়ুন

1. সলমনের বাড়িতে বন্দুকবাজের হামলা, কলকাতায় ছবির প্রচারে এসে মুখ খুললেন আয়ুষ শর্মা

2. রাহুল রায় এবার বাংলা ছবিতে, 'আশিকি' স্টারকে রাজি করানোর গল্প শোনালেন পরিচালক

3. কান চলচ্চিত্র উৎসবে ঠাঁই চার পড়ুয়ার শর্ট ফিল্ম, অভিনন্দন জানাল এফটিআইআই

হায়দরাবাদ, 25 এপ্রিল: সঞ্জয় লীলা বনশালির 'সাওয়ারিয়া' ছবিতে 'ইউ শবনমি' গানটা গাওয়ার পরেও চিত্রনাট্য বদলের কারণে বাদ পড়ে তাঁর গান ৷ 2005 সালে 'ফেম গুরুকুল' থেকে বেরোনোর পর 'টিপস'-এর সঙ্গে চুক্তি হওয়ার পরেও আজও মুক্তি পায়নি সেই অ্যালবাম ৷ একের পর এক ব্যর্থতা আসার পরেও দমে যাননি মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অরিজিৎ সিং ৷ আজ যাঁর গানে বিশ্ব মোহিত হয়ে যায়, একসময়ে তাঁকেই একাধিক মিউজিক ডিরেক্টর সুযোগ দিতে দশবার ভাবতেন ৷

বাবা কক্কর সিং শিখ বা মা অদিতি সিং বাঙালি ৷ ছোটবেলা থেকেই বাড়িতে ছিল গানের পরিবেশ ৷ পরবর্তী সময়ে সেই গানকেই পেশা হিসেবে বেছে নিতে বদ্ধপরিকর হন অরিজিৎ ৷ তবে পথটা সহজ ছিল না ৷ 2006 থেকে 2009 পর্যন্ত মুম্বইয়ে মাটি কামড়ে পড়ে থাকেন ৷ ফল মেলে 2010 সালে ৷ সঙ্গীত পরিচালক প্রীতমের সঙ্গে তিনটি ছবি 'গোলমাল 3', 'ক্রুক' ও 'অ্যাকশন রিপ্লে'-তে গান-প্রযোজনায় যুক্ত থাকেন ৷

2011 সালে বলিউডে প্লেব্যাক সিঙ্গার হিসাবে প্রথম গান আসে অরিজিতের ৷ নেপথ্যে সুরকার মিঠুন ৷ 'মার্ডার 2' ছবির সুরে 'ফির মহব্বত' গানে গলা দেন অরিজিৎ ৷ তবে মজার বিষয় গানটি তিনি রেকর্ড করেছিলেন 2009 সালে তবে মুক্তি পায় 2011-তে ৷ সেই বছরই প্রীতমের সুরে 'এজেন্ট বিনোদ' ছবির 'রাবতা' গান করেন অরিজিৎ সিং ৷ প্রীতমের সুরে গানের সুযোগ পান 'প্লেয়ার্স', 'ককটেল' ও 'বরফি' ছবিতেও ৷ গান জনপ্রিয় হলেও গায়ক হিসাবে অরিজিৎ তখনও সেই পরিচিতি বা খ্যাতি পাননি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সালটা 2013 ৷ নতুন মুখ হিসেবে বলিউডে পা রাখেন আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুর ৷ ছবির নাম 'আশিকি 2' ৷ মিঠুনের লেখা ও সুরে অরিজিতের 'তুম হি হো' গানটি প্রকাশ্যে আসে ৷ যা মুক্তির পরেই ঝড় তোলে সঙ্গীত দুনিয়ায় ৷ চোখের নিমেষে অরিজিৎ সিং পৌঁছে যান জনপ্রিয়তার সেই শিখরে, তা আজও তাঁকে সেখানেই বসিয়ে রেখেছে ৷ এই গানের জন্য প্রথমবার সেরা গায়ক হিসাবে অরিজিৎ ঝুলিতে ভরেন ফিল্মফেয়ার পুরস্কার ৷ সেই শুরু ৷ জিয়াগঞ্জের সেই বাঙালি ছেলেটাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি ৷ শাহরুখ খান, অক্ষয় কুমার থেকে শাহিদ কাপুর-রণবীর সিং, বিটাউনের তাবড় তাবড় প্রথম সারির অভিনেতাদের গানের কণ্ঠ হয়ে ওঠেন অরিজিৎ সিং ৷

Arijit Singh
Arijit Singh

নিজের সঙ্গীত জীবনে প্লেব্যাক সিঙ্গার হিসেবে অরিজিৎ সিং হিন্দি ছবির গান গেয়েছেন প্রায় 428টি, বাংলা ছবির গান গেয়েছেন 120টি ৷ এছাড়াও গেয়েছেন 25টি তেলুগু ছবির গান, 4টে তামিল ছবি, 4টে মারাঠি ছবি, 2টি কন্নড় ছবি ও একটি মালয়লম ছবিতে প্লেব্যাক সিঙ্গার হিসাবে গান গেয়েছেন অরিজিৎ সিং ৷ এই ভাবেই গানে গানে শ্রোতাদের মুগ্ধ করতে থাকুন শিল্পী অরিজিৎ, জন্মদিনে রইল এমনই শুভেচ্ছা ৷

আরও পড়ুন

1. সলমনের বাড়িতে বন্দুকবাজের হামলা, কলকাতায় ছবির প্রচারে এসে মুখ খুললেন আয়ুষ শর্মা

2. রাহুল রায় এবার বাংলা ছবিতে, 'আশিকি' স্টারকে রাজি করানোর গল্প শোনালেন পরিচালক

3. কান চলচ্চিত্র উৎসবে ঠাঁই চার পড়ুয়ার শর্ট ফিল্ম, অভিনন্দন জানাল এফটিআইআই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.