ETV Bharat / state

বিজেপি কর্মীর রহস্য মৃত্যু থেকে সুকান্তর সঙ্গে বচসা, অভিযোগের পাহাড় রাজভবনে - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 9:46 PM IST

CV Ananda Bose
পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস

Raj Bhavan: ময়নার বিজেপি কর্মীর রহস্য মৃত্যু থেকে সুকান্ত মজুমদারের সঙ্গে বচসা ৷ সারাদিন ধরে একাধিক অভিযোগের পাহাড় রাজভবনের পিসরুমের 'লগসভা' পোর্টালে ৷

কলকাতা, 26 এপ্রিল: দ্বিতীয় দফায় ভোট গ্রহণের দিনেও একের পর এক অভিযোগ আসছে রাজভবনে। ভোটে গ্রহণে দেরি থেকে ভোট কেন্দ্রে গণ্ডগোল, সব কিছুই আছে তালিকায়। তবে, উল্লেখযোগ্য ময়নায় বিজেপি কর্মীর রহস্য মৃত্যু ও বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বচসার অভিযোগও জমা পড়েছে রাজভবনের পিস রুমের 'লগসভা' পোর্টালে। সেই সব অভিযোগ আসা মাত্রই জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হচ্ছে।

রাজভবন পিবিএক্সের সুপারভাইজার মুন্না চৌধুরী বলেন, "আমাদের কাছে অভিযোগ আসা মাত্রই তা নির্বাচন কমিশনে পাঠানো হচ্ছে। যাঁরা ফোন করছেন, তাঁদের ই-মেল করতে অনুরোধ করছি। ই-মেলে সবিস্তারে তাঁদের লেখা থাকছে, তা-ই কমিশনে পাঠানো হচ্ছে।" এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ লোকসভা আসনে ভোট গ্রহণ হয়েছে। ওই সব এলাকা থেকেও প্রচুর অভিযোগ এসেছে রাজভবনে। সূত্রের খবর, কোথাও ভোট দেরিতে শুরু হয়েছে বলে অভিযোগ জানানো হয়েছে, কোথাও আবার ইভিএম খারাপের খবর এসেছে। কোথাও আবার তৃণমূল-বিজেপি বচসার অভিযোগও জমা পড়েছে।

গত শুক্রবার অর্থাৎ, প্রথম দফার ভোট গ্রহণের দিনেও বহু অভিযোগ আসে। সূত্রের খবর, সন্ধ্যা পর্যন্ত সব মিলিয়ে প্রায় 187টি অভিযোগ আসে রাজভবনে। এদিন বেলা একটা পর্যন্ত 35-40টি অভিযোগ এসেছে। এরমধ্যে, দার্জিলিং লোকসভা আসন এলাকা থেকেই বেশি অভিযোগ এসেছে বলে খবর। এদিকে, প্রথম দফার ভোট গ্রহণের দিন রাজ্যপাল নিজে বহু ফোন কল নিজে রিসিভ করেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু, দ্বিতীয় দফায় তিনি নিজে কেরলে ভোট দিতে গিয়েছেন। তাই তিনি এদিন কলকাতা থাকতে পারেননি বলে খবর।

উল্লেখ্য, লোকসভা নির্বাচন ঘোষণার পর সাধারণের মনবল বাড়াতে রাজভবনের শান্তিকক্ষে 'লগসভা' পোর্টাল চালু করেছিলেন রাজ্যপাল। এই 'লগসভা' পোর্টালের নোডাল অফিসার রয়েছেন রাজ্যপালের এডিসি সন্দীপ রাজপুত। তাঁরই তত্ত্বাবধানে 'লগসভা' চালু রয়েছে।

আরও পড়ুন

সন্দেশখালি থেকে বিদেশি রিভলবার-সহ প্রচুর অস্ত্র উদ্ধার সিবিআইয়ের

সন্দেশখালিতে সিবিআই তল্লাশি, উদ্ধার বিদেশি আগ্নেয়াস্ত্র; ঘটনাস্থলে এনএসজি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.