ETV Bharat / state

'কমিশন তাঁদের অযোগ্য ভাবে না', চাকরিহারাদের নির্বাচনী দায়িত্ব সামলানো প্রসঙ্গে বললেন ব্রাত্য - Bratya Basu Backs Jobless

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 6:04 PM IST

Bratya Basu
বোলপুরে নির্বাচনী কর্মিসভায় ব্রাত্য বসু

Bratya Basu: হলফনামা দিয়ে তিনবার আদালতে অযোগ্য প্রার্থীদের তালিকা জমা করেছে স্কুল সার্ভিস কমিশন ৷ কিন্তু কীসের ভিত্তিতে তারা এটা করেছে, তা নিয়ে ধন্দে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ পাশাপাশি চাকরিহারাদের ভোটকর্মী হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি সুপ্রিম কোর্টে রাজ্য উত্থাপন করবে বলে জানালেন তিনি ৷

বোলপুর, 28 এপ্রিল: হাইকোর্ট অযোগ্য মনে করলেও চাকরিহারাদের যোগ্য মনে করছে নির্বাচন কমিশন ৷ ঠিক সে কারণেই চাকরিহারারা ভোটকর্মী হিসেবে কাজ করছেন ৷ বোলপুরে রবিবার রুদ্ধদ্বার মদলীয় কর্মিসভা শেষে এমনটাই মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ এসএসসি কীসের ভিত্তিতে অযোগ্য চাকরি প্রার্থীদের ভাগ করা হয়েছে সে বিষয়ে বলতে না-চাইলেও চাকরিহারাদের ভোটকর্মী হিসেবে দায়িত্বপালনের বিষয়টি সুপ্রিম কোর্টে উত্থাপন করবে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন, জানান ব্রাত্য ৷ পাশাপাশি রাজ্যপাল দ্বারা নিযুক্ত অন্তর্বর্তীকালীন উপাচার্যদের 'বেআইনি' বললেন শিক্ষামন্ত্রী ৷

বীরভূমের সমস্ত অধ্যাপক-অধ্যাপিকা, প্রাথমিক-মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এদিন একটি কর্মিসভা করে তৃণমূল-কংগ্রেস ৷ বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিধানসভার ডেপুটি-স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা শিক্ষক সংগঠনের নেতা প্রলয় নায়েক প্রমুখ ৷

রুদ্ধদ্বার নির্বাচনী কর্মিসভা শেষে কলকাতা হাইকোর্টেরহ 26 হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল করা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেন, "আমরা শীর্ষ আদালতে গিয়েছি ৷ সেই রায়ের অপেক্ষায় আছি ৷ এভাবে এতজনের চাকরি বাতিল করা যায় না ৷" কিন্তু চাকরি বাতিলের পরেও দ্বিতীয় দফার নির্বাচনে চাকরিহারাদের ভোটকর্মী হিস্বে কাজ করা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "এটাই আমাদের প্রশ্ন ৷ চাকরি নেই, তাহলে ভোটকর্মী কী হিসেবে কাজ করলেন ৷ তাহলে নির্বাচন কমিশন তাঁদের অযোগ্য মনে করেনি ৷ এই পয়েন্টটা আমরা সুপ্রিম কোর্টে জানাব ৷"

শিক্ষামন্ত্রী আরও জানান, যোগ্য-অযোগ্য চাকরিপ্রার্থীদের বিচার এসএসসি করেছে ৷ হলফনামা দিয়ে তিনবার আদালতে অযোগ্য প্রার্থীদের তালিকা জমা করেছে ৷ স্বশাসিত একটা সংস্থা হয়ে কীসের ভিত্তিতে যোগ্য-অযোগ্য বিচার করেছে, সেটা আমি বলতে পারব না ৷ সবমিলিয়ে প্রায় 26 হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ এখন যে শীর্ষ আদালতেরই হাতে, তা বুঝিয়ে দিয়েছেন ব্রাত্য ৷

আরও পড়ুন:

  1. 'সুপার নিউমেরিক পোস্টে একটি চাকরিও দেওয়া হয়নি', জানালেন ব্রাত্য
  2. মুখ্যমন্ত্রীর আদালত অবমাননাকর মন্তব্যে পদক্ষেপের আর্জি নিয়ে হাইকোর্টে বিকাশরঞ্জন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.