ETV Bharat / state

'সুপার নিউমেরিক পোস্টে একটি চাকরিও দেওয়া হয়নি', জানালেন ব্রাত্য - SSC Recruitment Scam

Bratya Basu about Super Numeric Post: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের পর ক্যাবিনেটের তৈরি সুপার নিউমেরিক পোস্ট নিয়ে শুরু হয় বিতর্ক ৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সেই প্রসঙ্গে কথা বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 10:15 PM IST

Bratya Basu
ব্রাত্য বসু

কলকাতা, 25 এপ্রিল: "সুপার নিউমার পোস্টে একটি চাকরিও দেওয়া হয়নি ৷" এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের পর ক্যাবিনেটের তৈরি সুপার নিউমেরিক পোস্ট নিয়ে শুরু হয় বিতর্ক ৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সেই প্রসঙ্গে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তাঁর কথায়, "নিয়োগ দুর্নীতি মামলার রায়ের পর সুপার নিউমেরিক পোস্ট নিয়ে আলোচনা হচ্ছে । কিন্তু প্রশ্ন হল এখনও পর্যন্ত এই পোস্টে রাজ্য সরকারের তরফ থেকে আদৌ কোনও নিয়োগ করা হয়েছে কি ! উত্তর-না, হয়নি । শুধুমাত্র একটি চাকরি দেওয়া হয়েছে । তাও প্রাক্তন বিচারপতি তথা এই মুহূর্তে বিজেপির তমলুক কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায়।"

অভিজিৎকে কটাক্ষ করে ব্রাত্য আরও বলেন, "অতীতেও তিনি যখন চাকরি দেওয়ার কথা বলেছেন, অবশ্যই তা দেওয়া হয়েছে । কিন্তু এক্ষেত্রে তিনি নির্দিষ্টভাবে সুপার নিউমেরিক পোস্ট থেকেই এই চাকরি দেওয়ার কথা বলেছিলেন । আগে থেকেই এই সুপার নিউমেরিক পোস্ট নিয়ে বিচার-বিশ্লেষণ করা হচ্ছিল । বিচারপতি একদিকে বলেছেন এটা দুর্বৃত্তদের এবং দুর্নীতিগ্রস্তদের আড়াল করার চেষ্টা আবার অন্যদিকে সেখান থেকেই তিনি চাকরি দেওয়ার কথা বলছেন ।" এরপরই তাঁর প্রশ্ন, "যদি এটা অনৈতিকই হবে তাহলে তিনি এসএসসি-তেই চাকরি দেওয়ার কথা বলতে পারতেন ৷ কেন সুপার নিউমেরিক পোস্ট থেকে তিনি চাকরি দেওয়ার কথা বলেছেন?"

এসএসসি মামলায় সুপার নিউমেরিক পোস্ট নিয়ে গুরুত্বপূর্ণ রায় দেয় হাইকোর্ট । রাজ্য সরকারের তৈরি এই সুপার নিউমেরিক পোস্ট নিয়ে সিবিআইকে তদন্ত জারি রাখার নির্দেশও দেয় আদালত ৷ প্রয়োজনে এই পোস্ট তৈরির নেপথ্যে যাঁরা রয়েছেন তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে অনুমতি দেওয়া হয়েছে আদালতের তরফে ৷ এই প্রসঙ্গে ব্রাত্য বলেন, "তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া হয় আমরা দোষী, তারপরও আদালত হলফনামা দিয়ে আমাদের কাছ থেকে এই বিষয়ে জানতে চায়নি ৷ আদালতের তরফ থেকে তাঁদের মত করে ধরে নেওয়া হয়েছে ৷ অথচ সরকারকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি ৷"

আদালতের রায়ের সমালোচনা করে শিক্ষামন্ত্রী আরও বলেন, "এসএসসি আগেই জানিয়েছিল, আদালত নির্দেশ দিলে তারা সরকারের সঙ্গে আলোচনা করে সুপার নিউমেরিক পোস্ট ক্যান্সেল করে দেবে । তারা বলেছিল, আদালত নির্দেশ দিলে তারা অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের চাকরি দেবে ৷" শিক্ষামন্ত্রীর অভিযোগ, "সেই পথে না-গিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে । আমরা বারবার চেয়েছি যোগ্যদের চাকরি হোক । অযোগ্যরা সরে যাক । যোগ্যরা আসুক। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাজ্য সরকার । প্রয়োজনে আদালত আমাদের দিশা দেখাক । এই কথা বারবার বলা হয়েছে ।"

আরও পড়ুন:

কলকাতা, 25 এপ্রিল: "সুপার নিউমার পোস্টে একটি চাকরিও দেওয়া হয়নি ৷" এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের পর ক্যাবিনেটের তৈরি সুপার নিউমেরিক পোস্ট নিয়ে শুরু হয় বিতর্ক ৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সেই প্রসঙ্গে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তাঁর কথায়, "নিয়োগ দুর্নীতি মামলার রায়ের পর সুপার নিউমেরিক পোস্ট নিয়ে আলোচনা হচ্ছে । কিন্তু প্রশ্ন হল এখনও পর্যন্ত এই পোস্টে রাজ্য সরকারের তরফ থেকে আদৌ কোনও নিয়োগ করা হয়েছে কি ! উত্তর-না, হয়নি । শুধুমাত্র একটি চাকরি দেওয়া হয়েছে । তাও প্রাক্তন বিচারপতি তথা এই মুহূর্তে বিজেপির তমলুক কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায়।"

অভিজিৎকে কটাক্ষ করে ব্রাত্য আরও বলেন, "অতীতেও তিনি যখন চাকরি দেওয়ার কথা বলেছেন, অবশ্যই তা দেওয়া হয়েছে । কিন্তু এক্ষেত্রে তিনি নির্দিষ্টভাবে সুপার নিউমেরিক পোস্ট থেকেই এই চাকরি দেওয়ার কথা বলেছিলেন । আগে থেকেই এই সুপার নিউমেরিক পোস্ট নিয়ে বিচার-বিশ্লেষণ করা হচ্ছিল । বিচারপতি একদিকে বলেছেন এটা দুর্বৃত্তদের এবং দুর্নীতিগ্রস্তদের আড়াল করার চেষ্টা আবার অন্যদিকে সেখান থেকেই তিনি চাকরি দেওয়ার কথা বলছেন ।" এরপরই তাঁর প্রশ্ন, "যদি এটা অনৈতিকই হবে তাহলে তিনি এসএসসি-তেই চাকরি দেওয়ার কথা বলতে পারতেন ৷ কেন সুপার নিউমেরিক পোস্ট থেকে তিনি চাকরি দেওয়ার কথা বলেছেন?"

এসএসসি মামলায় সুপার নিউমেরিক পোস্ট নিয়ে গুরুত্বপূর্ণ রায় দেয় হাইকোর্ট । রাজ্য সরকারের তৈরি এই সুপার নিউমেরিক পোস্ট নিয়ে সিবিআইকে তদন্ত জারি রাখার নির্দেশও দেয় আদালত ৷ প্রয়োজনে এই পোস্ট তৈরির নেপথ্যে যাঁরা রয়েছেন তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে অনুমতি দেওয়া হয়েছে আদালতের তরফে ৷ এই প্রসঙ্গে ব্রাত্য বলেন, "তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া হয় আমরা দোষী, তারপরও আদালত হলফনামা দিয়ে আমাদের কাছ থেকে এই বিষয়ে জানতে চায়নি ৷ আদালতের তরফ থেকে তাঁদের মত করে ধরে নেওয়া হয়েছে ৷ অথচ সরকারকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি ৷"

আদালতের রায়ের সমালোচনা করে শিক্ষামন্ত্রী আরও বলেন, "এসএসসি আগেই জানিয়েছিল, আদালত নির্দেশ দিলে তারা সরকারের সঙ্গে আলোচনা করে সুপার নিউমেরিক পোস্ট ক্যান্সেল করে দেবে । তারা বলেছিল, আদালত নির্দেশ দিলে তারা অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের চাকরি দেবে ৷" শিক্ষামন্ত্রীর অভিযোগ, "সেই পথে না-গিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে । আমরা বারবার চেয়েছি যোগ্যদের চাকরি হোক । অযোগ্যরা সরে যাক । যোগ্যরা আসুক। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাজ্য সরকার । প্রয়োজনে আদালত আমাদের দিশা দেখাক । এই কথা বারবার বলা হয়েছে ।"

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.