ETV Bharat / state

ছাত্রমৃত্যুর জের, ঘাড় ধাক্কা দিয়ে অধিকর্তাকে গেটের বাইরে বের করল এনআইটির পড়ুয়ারা - Durgapur NIT Student Death

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 10:10 PM IST

Updated : Apr 28, 2024, 10:40 PM IST

Durgapur NIT University , দুর্গাপুর এনআইটি
ঘাড় ধাক্কা দিয়ে ডিরেক্টরকে গেটের বাইরে বের করল ক্ষুব্ধ পড়ুয়ারা

Agitation at NIT Durgapur: তাঁর জন্যই মৃত্যু হয়েছে দ্বিতীয় বর্ষের পড়ুয়া অর্পণ ঘোষের ৷ এই অভিযোগে অধিকর্তা অরবিন্দ চৌবেকে এনআইটির গেটের বাইরে বের করে দিল পড়ুয়ারা ৷ কী অভিযোগ জানাচ্ছেন তাঁরা ?

ছাত্রমৃত্যুর জেরে উত্তাল দুর্গাপুর এনআইটি

দুর্গাপুর, 28 এপ্রিল: ছাত্রমৃত্যুর জেরে উত্তাল দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)৷ অধিকর্তা অরবিন্দ চৌবেকে এনআইটির গেটের বাইরে কার্যত টেনে হিঁচড়ে বের করলেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা । তাঁদের অভিযোগ, অর্পণ ঘোষকে (20) ঝুলন্ত অবস্থায় উদ্ধার করার পরও তিনি অনেকক্ষণ বেঁচে ছিলেন । কিন্তু অক্সিজেন সিলিন্ডার এবং প্রয়োজনীয় ওষুধপত্র ছিল না বলে তাঁকে দীর্ঘ 20 মিনিট বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়। এই কারণেই তাঁর মৃত্যু হয়েছে । উত্তপ্ত পরিস্থিতিতে ছাত্ররা প্রতিষ্ঠানের অধিকর্তা অরবিন্দ চৌবেকে এই মৃত্যুর জন্য দায়ী করে তাঁর অপসারণের দাবিতে ক্ষোভে ফেটে পড়ে ।

অভিযোগ, অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে বুনিয়াদি সুযোগ সুবিধা থেকে পড়ুয়াদের বঞ্চিত করেছেন বর্তমান অধিকর্তা । তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নিয়ে কিছু বলতে চাননি দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অধিকর্তা । ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে এনআইটি ক্যাম্পাসে । মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র অর্পণ ঘোষ হুগলির ব্যান্ডেলের বাসিন্দা ৷ সূত্র মারফত জানা গিয়েছে, এই ছাত্রের দুটি বিষয়ে ব্যাক লগ ছিল । যার জন্য মানসিক অবসাদে ভুগছিলেন ।

সকালে পরীক্ষা দেওয়ার পর অর্পণ হস্টেলে ফিরে যান। তার কিছুক্ষণ পরেই সহপাঠীরা হোস্টেলে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কলেজ কর্তৃপক্ষকে ডেকে তাঁকে উদ্ধার করেন । তাঁদের দাবি, সেই সময় পর্যন্ত অর্পণের দেহে প্রাণ ছিল । কিন্তু এত বড় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল ইউনিটে ছিল না প্রয়োজনীয় ওষুধপত্র। এমনকী অক্সিজেনের সিলিন্ডার পর্যন্ত ছিল না বলে অভিযোগ । ঘটনার প্রায় কুড়ি মিনিট পরে অর্পণকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

দুপুরের দিকে ছাত্র-ছাত্রীরা এই মৃত্যুর জন্য অধিকর্তা অরবিন্দ চৌবে কে দায়ী করে তার অপসারণের দাবি জানাতে থাকেন দফায় দফায় । কিন্তু অরবিন্দ চৌবে সেই দাবি না মানার কারণে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তাঁকে টেনে হিঁচড়ে গেটের বাইরে কার্যত বের করে দেন পড়ুয়ারা । কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক দ্বারা পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ে প্রায় চার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে । এখানে 14টি বিভাগ রয়েছে ৷

আরও পড়ুন :

  1. এনআইটি'র দ্বিতীয় বর্ষের ছাত্রের মৃত্যু, কারণ ঘিরে রহস্য
Last Updated :Apr 28, 2024, 10:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.