ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর সভার আগে আগ্নেয়াস্ত্র-সহ চাঁচলে গ্রেফতার 5 দুষ্কৃতী, শুরু রাজনৈতিক তরজা - Miscreants Arrested in Malda

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 8:10 PM IST

Miscreants Arrested
আগ্নেয়াস্ত্র-সহ চাঁচলে গ্রেফতার 5 দুষ্কৃতী

Miscreants Arrested in Malda: সন্দেশখালির পর এবার আগ্নেয়াস্ত্র-সহ চাঁচলের দুষ্কৃতী আবু হায়াতকে গ্রেফতার করল পুলিশ ৷ মুখ্যমন্ত্রীর সভার আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিয়ে ফের রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে ৷

মালদা, 27 এপ্রিল: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হল রাজ্যে ৷ সরবেড়িয়ায় আবু তালেবের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বোমা উদ্ধার করেছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) ৷ এবার হরিশ্চন্দ্রপুর থেকে আগ্নেয়াস্ত্র-সহ চাঁচলের দুষ্কৃতী আবু হায়াতকে গ্রেফতার করল পুলিশ ৷ গ্রেফতার করা হয়েছে তার চার সঙ্গীকেও ৷ অভিযোগ, কপালে পাইপগান ঠেকিয়ে সরকারি কাজে বরাতপ্রাপ্ত ঠিকাদারের কাছ থেকে ছয় লক্ষ টাকা তোলা দাবি করেছিল তারা ৷ ভোটের মুখে এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও ৷ এই ঘটনায় বিজেপি সন্দেশখালিকে ইস্যু করে বিঁধেছে তৃণমূলকে ৷ যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, দুষ্কৃতীদের সঙ্গে ঘাসফুলের কোনও যোগ নেই ৷

হরিশ্চন্দ্রপুরের দেগুন মুসলিমপুর এলাকায় পূর্ত দফতরের অধীনে একটি সেতু তৈরির কাজ চলছে ৷ গত বুধবার ওই কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদারের মাথায় বন্দুক ঠেকিয়ে ছ’লাখ টাকা তোলা দাবি করে কয়েকজন দুষ্কৃতী ৷ এই ঘটনায় ঠিকাদার বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে পুলিশ ৷ আগামী 30 এপ্রিল এখানেই নির্বাচনী সভায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর আসার আগে দুষ্কৃতীদের গ্রেফতার করতে পুলিশি তৎপরতা শুরু হয়ে যায় ৷ শেষ পর্যন্ত গতকাল রাতে ভালুকা থেকে এই ঘটনায় মূল অভিযুক্ত, চাঁচল থানার রণঘাট এলাকার বাসিন্দা আবু হায়াতকে গ্রেফতার করে পুলিশ ৷ গ্রেফতার করা হয় তার চার সঙ্গীকেও ৷ হায়াতের হেফাজতে থাকা একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজও বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতদের পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

পুলিশ জানিয়েছে, আবু হায়াত আর তার দলবল এলাকায় তোলাবাজ হিসাবে কুখ্যাত৷ কোথাও কোনও নির্মাণ কাজ হলেই তারা ঠিকাদারদের কাছে বড় অংকের তোলা দাবি করত ৷ তাদের নিশানায় থাকতেন এলাকার বড় ব্যবসায়ীরাও ৷ আগ্নেয়াস্ত্র-সহ দুষ্কৃতীদের গ্রেফতার করায় পুলিশকে সাধুবাদ জানিয়ে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য কিষান কেডিয়া বলেন, “গতকাল সন্দেশখালিতে আবু তালেবের বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করেছে এনএসজি ৷ সন্দেশখালির মতো আমাদের এখানেও অস্ত্র পাওয়া যেতে পারে ৷ পুলিশ সক্রিয় থাকার জন্য এই দুষ্কৃতীরা ধরা পড়েছে ৷" যদিও স্থানীয় তৃণমূল নেতা সাহেব দাসের দাবি, “পুলিশি অভিযানে এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে ৷ তার কাছ থেকে একটি কার্তুজও উদ্ধার হয়েছে ৷ অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে সক্রিয় হয় ৷”

আরও পড়ুন

সন্দেশখালিতে অস্ত্র মজুত ছিল নাকি বাইরে থেকে নিয়ে লোকদেখানো উদ্ধার, প্রশ্ন তুললেন মমতা

আমেরিকার আগ্নেয়াস্ত্র ব্যবহারের শখ ছিল শাহজাহানের ! অনুমান সিবিআইয়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.