ETV Bharat / sports

তিরন্দাজি বিশ্বকাপের ফাইনালে পদক নিশ্চিত করল ভারতীয় ত্রয়ী - Archery World Cup Stage 1

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 1:52 PM IST

Image Courtesy: SAI Media X
Image Courtesy: SAI Media X

Archery World Cup Stage 1: প্যারিস অলিম্পিক্স শুরুর তিন মাস আগে ভারতীয় তিরন্দাজির জন্য সুখবর ৷ তিরন্দাজি বিশ্বকাপ স্টেজ ওয়ানের ফাইনালে উঠল ভারতীয় পুরুষ তিরন্দাজরা ৷ তিন জনের টিম ইভেন্টে ভারতীয় ধনুকবাজরা অলিম্পিক সোনাজয়ী কোরিয়ানদের বিরুদ্ধে মুখোমুখি হবেন ৷

সাংহাই, 25 এপ্রিল: তিরন্দাজি বিশ্বকাপ স্টেজ ওয়ানে পদক সুনিশ্চিত করে ফেললেন ভারতীয় ত্রয়ী তরুণদীপ রাই, ধীরজ বোম্মাদেভারা এবং প্রবীণ যাদব ৷ বৃহস্পতিবার দাপটের সঙ্গে পারফর্ম্যান্স করে তাঁরা তিরন্দাজি বিশ্বকাপ স্টেজ ওয়ানের ফাইনালে প্রবেশ করেছেন ৷

বিশ্ব এবং অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তিরন্দাজি বিশ্বকাপ স্টেজ ওয়ানের ফাইনালে খেলবেন তরুণদীপ, ধীরজ এবং প্রবীণ ৷ তবে, ফাইনালে ওঠার ক্ষেত্রে ভারত দু’নম্বর হিসেবে যোগ্যতা অর্জন করেছে ৷ ইতালির দলকে 5-1 পয়েন্টে হারিয়েছেন তাঁরা ৷ তিন তিরন্দাজ একটি সেটও নষ্ট করেননি ৷ ফাইনালের দৌড়ে তিন সেটে তাঁদের পয়েন্ট ছিল 55-54, 55-55, 56-55 ৷ ধীরজ বোম্মাদেভারা একমাত্র যিনি ড্র করেছেন ৷ কিন্তু, বাকি দুই তিরন্দাজের দাপুটে পারফর্ম্যান্সে টিম ইভেন্টে ভারতের রাস্তা পরিষ্কার হয়ে যায় ৷

ফাইনালে ভারতের প্রতিপক্ষ টোকিয়ো অলিম্পিকে সোনা জয়ী ত্রয়ী কিম উজিন, লি উ সিওক এবং কিম জে দেওক ৷ আগামী রবিবার তিরন্দাজি বিশ্বকাপ স্টেজ ওয়ানের ফাইনালে সোনার লড়াইয়ে নামবেন তাঁরা ৷ এদিন টুর্নামেন্টের শীর্ষ বাছাই কোরিয়ান তিরন্দাজরা চাইনিজ তাইপেই প্রতিপক্ষ চিহ-চুন, লিন জিহ-সিয়াং এবং তাই ইউ-হসুয়ানকে 6-0 পয়েন্টে হারায় ৷ স্ট্রেট সেটে জয়ে তাঁদের পয়েন্ট ছিল 57-50, 58-56, 58-54 ৷

এর আগে টুর্নামেন্টের শুরুতে দ্বিতীয় বাছাই ভারতীয় ত্রয়ী দ্বিতীয় রাউন্ডের প্রথম সেটে হারে ৷ সেই হারের ধাক্কা সামলে টুর্নামেন্টের পনেরো নম্বর বাছাই ইন্দোনেশিয়াকে 5-3 পয়েন্টে হারায় ভারতীয় দল ৷ তরুণদীপ রাই, ধীরজ বোম্মাদেভারা এবং প্রবীণ যাদবের পয়েন্ট ছিল 55-56, 54-54, 55-51, 55-53 ৷ এরপর সপ্তম বাছাই স্পেনের বিরুদ্ধে নিজেদের দাপট দেখান তরুণদীপ, ধীরজ এবং প্রবীণ ৷ 5-1 পয়েন্টে স্ট্রেট সেটে তৃতীয় রাউন্ড জেতেন ভারতীয় তিরন্দাজরা ৷ তাঁদের সেট পয়েন্ট ছিল 59-54, 56-55, 55-55 ৷

আরও পড়ুন:

  1. আসন্ন টি-20 বিশ্বকাপের দূত অলিম্পিক সোনাজয়ী উইসেন বোল্ট
  2. 4 ওভারে 73 রান! আইপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ড মোহিতের
  3. পায়ে পায়ে একান্ন, অবসরের এক দশক পরও বাইশ গজে পূজিত 'ক্রিকেটঈশ্বর'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.