ETV Bharat / sports

সুদর্শন-মিলারের লড়াই ব্যর্থ, রুদ্ধশ্বাস ম্যাচে 4 রানে গিলদের হারালেন পন্তরা - IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 7:42 AM IST

Updated : Apr 25, 2024, 8:13 AM IST

DC vs GT: 2 জুন থেকে শুরু হতে চলেছে টি-20 বিশ্বকাপ। তার আগে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্ত ৷ যত দিন যাচ্ছে ততই ব্যাট চলছে 'মৃত্যুঞ্জয়ী' পন্তের ৷ বিশ্বকাপে যে তাঁকে দলে নিতেই হবে সেটা ফের একবার জানান দিলেন তিনি। বুধবার ঘরের মাঠে গুজরাতের বিরুদ্ধে ফের একবার ঝোড়ো ইনিংস খেললেন তরুণ উইকেটরক্ষক ব্যাটার ৷ পন্তের 43 বলে 88 রানের ইনিংসের কাছে ফিকে হল সাই সুদর্শন ও ডেভিড মিলারের লড়াকু অর্ধশতরান ৷

DC vs GJ
DC vs GJ

নয়াদিল্লি, 25 এপ্রিল: সামনেই টি-20 বিশ্বকাপ ৷ মৃত্যুকে জয় করে প্রায় দেড় বছর পর বাইশ গজে ফিরে চলতি আইপিএলে একের পর উজ্জ্বল ইনিংস উপহার দিচ্ছেন তারকা উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্ত ৷ দিনকয়েক আগে পন্তের হয়ে ব্যাট ধরে ছিলেন দিল্লি ক্যাপিটালসের মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ মহারাজ বলেছিলেন, "তাঁকে আসন্ন টি-20 বিশ্বকাপে দলে রাখা উচিত ৷" আর সৌরভের কথার যোগ্য প্রমাণ দিয়ে চলেছেন ঋষভ ৷ বুধবার রাতে অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে অনেক চড়াই উতরাই হলেও শেষ বলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় দিল্লি ক্যাপিটালস। যার কারিগর অধিনায়ক পন্ত ৷ ম্যাচে ব্যাটিং, ক্যাপ্টেন্সি ও কিপিংয়ে সেরা তিনিই ৷

গুজরাত অধিনায়ক শুভমন গিল টস জিতে দিল্লি ব্রিগেডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল ৷ 20 ওভারে 4 উইকেটে 224 রান তোলে পন্তবাহিনী ৷ 88 রানের ইনিংস খেলেন অধিনায়ক পন্ত ৷ 43 বলের ইনিংসে আটটি ছক্কা ও 5টি বাউন্ডারি হাঁকান তিনি ৷ প্রতিপক্ষ দলকে লড়াকু রানের টার্গেট দিতে অধিনায়ককে সঙ্গ দেন অক্ষর প্যাটেলও ৷ 66 রান করেন তিনি ৷

রান তাড়া করতে নেমে ওপেনিংয়ে ঋদ্ধিমান সাহাকে সঙ্গে নিয়ে নামেন অধিনায়ক গিল ৷ 39 রান ঋদ্ধির ব্যাট থেকে এলেও অধিনায়ক 6 রানেই ডাগ-আউটে ফেরেন ৷ সাই সুদর্শন করেন 65 রান ৷ তাঁকে সঙ্গ দেন ডেভিড মিলার ৷ তাঁর 55 রানের ইনিংস সাজানো 3টি ছয় ও 6টা চারে ৷ পরে আফগান বোলার রশিদ খানও ব্যাট চালাতে থাকেন ৷ তিনি 11 বলে 21 রানে করলেও জয় অধরা থেকে যায় গুজরাতের ৷ ম্যাচ হেরে বোলাদের দুষছেন অধিনায়ক গিল ৷ তিনি বলেন, "আমরা ভেবেছিলাম ওদেরকে 200 থেকে 210 রানের মধ্যে বেঁধে রাখতে পারব ৷ কিন্তু শেষ দু'ওভারে আমরা বেশি কিছু অতিরিক্ত রান দিয়ে ফেলি ৷" আইপিএলের ইতিহাসে রান খরচের রেকর্ড গড়েন টাইটান্সের মোহিত শর্মা ৷ চার ওভারে কোনও উইকেট ছাড়াই 73 রান দেন তিনি ৷ এর আগে আইপিএলে সবচেয়ে বেশি রান দেওয়ার 'নজির' ছিল বেসিল থাম্পির ৷ 2018 আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চার ওভারে 70 রান খরচ করেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের এই বোলার ৷

দিল্লির বোলাররাও এদিন ডেলিভারিতে মাত দেন ৷ 3টি উইকেট নেন রাশিখ সালাম ৷ 2টি উইকেট নেন চায়নাম্যান কুলদীপ যাদব ৷ একটি করে উইকেট নেন অ্যানরিচ নর্ৎজে, মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল ৷

আরও পড়ুন:

  1. আট ছক্কায় পন্তের প্রত্যাবর্তন, ঋষভের ব্যাটে দু’শো পার দিল্লির
  2. ঘরের মাঠে রাজা 'রুতু', অধিনায়কের সেঞ্চুরিতে লড়াকু রান তুলল চেন্নাই
  3. নজর প্লে-অফে, ফিরতি লেগে লখনউয়ের বিরুদ্ধে বদলার খোঁজে চেন্নাই
Last Updated :Apr 25, 2024, 8:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.