ETV Bharat / politics

সম্পত্তির পরিমাণে টেক্কা দিচ্ছেন স্ত্রী, এই ভোটেও কি ‘অজেয়’ খগেন ? - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 4:21 PM IST

KHAGEN MURMU
ETV BHARAT

Lok Sabha Election 2024: মালদা উত্তর লোকসভার বিজেপি প্রার্থী খগেন মুর্মু ৷ সম্প্রতি তিনি মনোনয়ন পেশ করেছেন ৷ সেখানেই হলফনামায় তাঁর এবং স্ত্রীর সম্পত্তির পরিমাণ উল্লেখ করেছেন বিদায়ী সাংসদ ৷ সেই হলফনামা অনুযায়ী সাংসদের থেকে তাঁর স্ত্রীর সম্পত্তি বেশি ৷

মালদা, 19 এপ্রিল: তিনিই এই জেলায় প্রথম পদ্মফুল ফুটিয়েছিলেন ৷ আগে কিছু গ্রাম পঞ্চায়েত কিংবা পৌরসভার ওয়ার্ডে জয় পেলেও মালদায় আহামরি কিছু করতে পারেনি বিজেপি ৷ ঊনিশের লোকসভা ভোটের আগে বাম থেকে রাম শিবিরে যোগ দিলেও, তাঁর নির্বাচনী জয়ের চাকায় কোনও বাধা পড়েনি ৷ বরং যেন প্রমাণ করে দিয়েছেন, দল যাই হোক না কেন, যে কোনও নির্বাচনে জয় পাওয়াটা অভ্যেসে পরিণত করে ফেলেছেন খগেন মুর্মু ৷ এবার তিনি ফের উত্তর মালদা কেন্দ্রের পদ্ম প্রার্থী ৷ এবারও কি জয় পাওয়াটা অত মসৃণ হবে তাঁর ! কারণ, বিপক্ষে রয়েছেন কংগ্রেসের পোড় খাওয়া নেতা মোস্তাক আলম এবং খাকি উর্দিতে দীর্ঘদিন এই জেলায় কাটিয়ে যাওয়া তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷

রাজনীতিতে প্রবেশ করেছিলেন ছাত্রাবস্থায় ৷ শুরু থেকেই লাল পার্টির আদর্শে দীক্ষিত ৷ প্রায় 45 বছরের রাজনৈতিক জীবন ৷ মালদার বরিন্দ এলাকার মাটি গাঢ় লাল করে তোলার কারিগরও ছিলেন তিনি ৷ যে কোনও মানুষের সঙ্গে মুহূর্তের মধ্যে মিশে যাওয়া কিংবা অচেনাকে বুকে জড়িয়ে ধরা তাঁর ইউএসপি ৷ তাতে ভর করে আজও তিনি সংখ্যালঘু মহল্লাতেও জনপ্রিয় ৷ ঊনিশের নির্বাচনের আগে হঠাৎ তিনি লাল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেন ৷ তাঁর এই সিদ্ধান্তে হতবাক হয়ে যায় জেলার রাজনৈতিক মহল ৷ সেই সময় অনেকে ভেবেছিল, খগেন মুর্মুর রাজনৈতিক জীবনের 'অন্তর্জলি যাত্রা' বোধহয় হয়েই গেল ৷ তাদের ভুল প্রমাণিত করে সেই নির্বাচনেও তিনি স্বমহিমায় ৷ বিধানসভা থেকে সটান লোকসভায় ৷

2024 লোকসভা নির্বাচনের মনোনয়নের সঙ্গে হলফনামায় নিজের সম্পত্তির যে খতিয়ান খগেন মুর্মু জমা দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে-

5 বছরে খগেন মুর্মুর বার্ষিক আয়

  • 2019-20 সালে তাঁর বার্ষিক আয় ছিল 2 লাখ 37 হাজার 810 টাকা ৷
  • 2020-21 সালে 5 লাখ 13 হাজার 620 টাকা ৷ 2021-22 সালে 6 লাখ 93 হাজার 550 টাকা ৷
  • 2022-23 সালে তা বেড়ে হয় 8 লাখ 42 হাজার 740 টাকা ৷
  • 2023-24 সালে সেই আয় বেড়ে দাঁড়িয়েছে 9 লাখ 55 হাজার 440 টাকা ৷

খগেন মুর্মুর স্ত্রীর বার্ষিক আয়

  • 2019-20 সালে তাঁর স্ত্রী মঞ্জু কিস্কুর আয় ছিল 2 লাখ 97 হাজার 490 টাকা ৷
  • 2020-21 সালে ওই আয় বেড়ে হয় 3 লাখ 60 হাজার 350 টাকা ৷
  • 2021-22 সালে 3 লাখ 87 হাজার 460 টাকা ৷
  • 2022-23 সালে 4 লাখ 35 হাজার 950 টাকা ৷
  • 2023-24 সালে মঞ্জু কিস্কুর আয় হয়েছে 4 লাখ 87 হাজার 590 টাকা ৷

খগেন মুর্মুর অস্থাবর সম্পত্তি

  • এই মুহূর্তে খগেনের হাতে রয়েছে নগদ 87 হাজার টাকা ৷
  • মঞ্জুদেবীর হাতে নগদ রয়েছে 15 হাজার টাকা ৷
  • মালদা উত্তর লোকসভার প্রার্থীর 8টি ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে 8 লাখ 27 হাজার 863 টাকা 74 পয়সা ৷
  • তাঁর স্ত্রীর সাতটি অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে 3 লাখ 99 হাজার 405 টাকা 4 পয়সা ৷
  • এছাড়া বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে খগেন মুর্মুর বিনিয়োগের পরিমাণ 21 লাখ 90 হাজার 644 টাকা ৷ তাঁর স্ত্রীর বিনিয়োগের পরিমাণ 17 লাখ 8 হাজার 534 টাকা 68 পয়সা ৷ খগেনের ঋণের পরিমাণ 2 লাখ 34 হাজার 412 টাকা ৷

খগেন মুর্মুর স্থাবর সম্পত্তি

  • খগেনের নামে 21 লাখ 50 হাজার টাকা দামের একটি চারচাকার গাড়ি রয়েছে ৷
  • তাঁর স্ত্রীর নামেও রয়েছে একটি চারচাকার গাড়ি আছে ৷ যার বর্তমান বাজারমূল্য 4 লাখ 12 হাজার 100 টাকা ৷
  • বিদায়ী সাংসদের নামে রয়েছে 14 গ্রাম অর্থাৎ, 92 হাজার 50 টাকার সোনার গয়না ৷
  • তাঁর স্ত্রীর নামে সোনার গয়না রয়েছে 70 গ্রাম ৷ যার বর্তমান মূল্য 4 লাখ 60 হাজার 250 টাকা ৷
  • খগেনের নামে রয়েছে একাধিক কৃষিজমি ৷ যার বাজারমূল্য 19 লাখ 89 হাজার টাকা ৷
  • জমি ও মালদা শহরের বাড়ি-সহ মঞ্জু কিস্কুর নামে রয়েছে 32 লাখ 49 হাজার টাকার সম্পত্তি ৷
  • খগেন মুর্মুর বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত 7 টি মামলা রয়েছে ৷

এবার মালদা উত্তর লোকসভা কেন্দ্রে ভোটের লড়াই ত্রিমুখী বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ এবার সেখানে প্রথম প্রার্থী দিয়েছে আইএসএফ ৷ এই পরিস্থিতিতে খগেন মুর্মু এবার তাঁর নামে জড়িয়ে থাকা ‘অজেয়’ বিশেষণ আগামীতেও বজায় রাখতে পারেন কিনা, সেটাই দেখার ৷

আরও পড়ুন:

  1. পাঁচ বছরে অধীর চৌধুরীর সম্পত্তি বাড়ল নাকি কমল, কী বলছে হলফনামা ?
  2. নামেই জিআই ট্যাগ, ধুঁকছে বাংলার তাঁত; কী বলছে তাঁত শিল্পীদের জনাদেশ ?
  3. সঞ্চয়-সম্পত্তিতে স্ত্রীর থেকে অনেক পিছিয়ে মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.