ETV Bharat / international

গাজায় সমুদ্রপথে সাহায্য পৌঁছে দিতে রাজি রাষ্ট্রসংঘ - Israel Gaza War

author img

By PTI

Published : Apr 20, 2024, 10:51 AM IST

ETV BHARAT
ETV BHARAT

UN World Food Program: ইজরায়েলি সেনার হামলায় বিধ্বস্ত হয়ে রয়েছে গাজা পট্টি ৷ এই পরিস্থিতিতে সড়কপথে সেদেশে জরুরি পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না ৷ তাই এবার রাষ্ট্রসংঘের খাদ্য পরিকল্পনা সংস্থা সেই সমুদ্রপথে সাহায্য পৌঁছে দেবে ৷

ওয়াশিংটন, 20 এপ্রিল: গাজার যুদ্ধবিধ্বস্ত সাধারণ নাগরিকদের কাছে খাদ্য ও অন্যান্য জরুরি পরিষেবা পৌঁছে দেবে ইউএন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ৷ মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে রাষ্ট্রসংঘের এই সংস্থাকে সমুদ্রপথে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য রাজি করানো গিয়েছে ৷ মার্কিন সামরিক বাহিনী সমুদ্রপথে সাফল্যের সঙ্গে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার পর, ইউএন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সংস্থা খাবার পৌঁছে দিতে রাজি হয়েছে বলে জানিয়েছে সেদেশের আধিকারিক ৷

উল্লেখ্য, রাষ্ট্রসংঘের এই সংস্থার খাবার-সহ অন্যান্য জরুরি পরিষেবা পৌঁছে দিলে, গাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রকল্পকে বাস্তবায়িত করতে যে সমস্যা হচ্ছে, তার সুরাহা হবে ৷ উল্লেখ্য, ইজরায়েলের সেনাবাহিনী গত 1 এপ্রিল গাজায় হামলা চালিয়েছিল ৷ যে হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত জন স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছিল ৷ এই ঘটনায় ইজরায়েলের বিরুদ্ধে গর্জে উঠেছিল বিশ্বের তাবড় দেশগুলি ৷ মানবিক সাহায্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থাগুলির কর্মীদের গাজায় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ইজরায়েলের সমালোচনা শুরু হয় ৷

এমনকি হামাস জঙ্গিদের বিরুদ্ধে ইজরায়েলের সামরিক অভিযানকে সমর্থন করায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে সমালোচনার মুখোমুখি হতে হয় ৷ বাধ্য হয়ে ওয়াশিংটন গত 8 মার্চ ঘোষণা করে যে, মার্কিন সামরিক বাহিনী স্থলপথের বিকল্প হিসেবে সমুদ্রপথে মানবিক সাহায্য প্রদানের জন্য অস্থায়ী করিডর তৈরি করবে ৷ মার্কিন সামরিক বাহিনী সেই সুরক্ষিত করিডর তৈরি করার পর, রাষ্ট্রসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সেখান দিয়ে খাদ্য সামগ্রী-সহ মানবিক সাহায্য গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য পৌঁছে দেবে ৷

উল্লেখ্য, এই সেফ করিডর তৈরি করা ও সেখান দিয়ে সাহায্য গাজায় পৌঁছে দেওয়ার প্রক্রিয়া যথেষ্ঠ জটিল ৷ এই পথে থাকা একাধিক দেশের মধ্যে সমন্বয় স্থাপন ও আলোচনা চালিয়ে যেতে হবে ৷ যাতে সাহায্য নিয়ে যাওয়ার সময় কোনও দেশের সমুদ্রসীমা রাষ্ট্রসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের জাহাজ ও কর্মীদের আটকানো না হয় ৷ পাশাপাশি, জলদস্যুদের হাত থেকে বাঁচতে সেফ করিডরের মধ্যে থাকা দেশগুলি থেকে সামরিক সুরক্ষ পাওয়া যায় ৷

আরও পড়ুন:

  1. সিরিয়ার এয়ার ডিফেন্স ইউনিটে রকেট হামলা, ইজরায়েলের প্রত্যাঘাতে কাঁপছে ইরান
  2. ইরানকে যোগ্য জবাব দেওয়ার অপেক্ষায় ইজরায়েলের ওয়ার ক্য়াবিনেট
  3. আর যুদ্ধ সহ্য করা অসম্ভব, মত রাষ্ট্রসংঘের মহাসচিবের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.