ETV Bharat / business

অনুমানের চেয়েও বেশি, গত অর্থবর্ষে প্রায় 18 শতাংশ বাড়ল প্রত্যক্ষ কর আদায় - Direct tax

author img

By PTI

Published : Apr 21, 2024, 8:47 PM IST

Direct tax
Direct tax

Direct tax Collections: দেশের আয় এবং কর্পোরেটের নেট প্রত্যক্ষ কর সংগ্রহ সংশোধিত অনুমানকেও ছাড়িয়ে গেল ৷ বছরে 17.7 শতাংশ কর আদায় বেড়ে হল 19.58 লক্ষ কোটি টাকা ৷ এমনটাই কর বিভাগ রবিবার জানিয়েছে ।

নয়াদিল্লি, 21 এপ্রিল: অনুমানকে ছাপিয়ে গেল প্রত্যক্ষ কর আদায়ের হিসাব ৷ বছরে 17.7 শতাংশ বৃদ্ধি পেয়েছে দেশের মোট প্রত্যক্ষ কর সংগ্রহ ৷ মার্চ মাসে শেষ হওয়া গত অর্থবর্ষে 19.58 লক্ষ কোটি টাকা প্রত্যক্ষ কর আদায় করা হয়েছে ৷ আয় এবং কর্পোরেট কর থেকেই প্রত্যক্ষ করের বেশিরভাগটা সংগ্রহ করা হয় ৷ 2023-24 আর্থিক বছরে বাজেটের আগে কর আদায়ের অনুমান করা হয় 1.35 লক্ষ কোটি (7.40 শতাংশ) এবং বাজেটে সংশোধিত অনুমান 13 হাজার কোটি টাকা ছিল ৷ সেই সব অনুমানকে ছাড়িয়ে গিয়ে গত অর্থবর্ষেই প্রত্যক্ষ কর আদায় হয়েছে 19.58 লক্ষ কোটি টাকা ।

কেন্দ্র সরকার 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করে ৷ তাতে এপ্রিল 2023 থেকে মার্চ 2024 এই সময়ের মধ্যে প্রত্যক্ষ কর সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়িয়ে 19.45 লক্ষ কোটি টাকা করেছিল । এর সঙ্গে সংশোধিত অনুমান অনুসারে 2024 অর্থবর্ষের জন্য মোট কর আদায়ের লক্ষ্য দাঁড়িয়েছে 34.37 লক্ষ কোটি টাকা । যদিও 2023-24 অর্থবছরে মোট প্রত্যক্ষ কর সংগ্রহ (অস্থায়ী) 18.48 শতাংশ বেড়ে 23.37 লক্ষ কোটি টাকা হয়েছে, নেট আয় (রিফান্ডের জন্য অ্যাকাউন্টিংয়ের পরে) 17.7 শতাংশ বেড়ে 19.58 লক্ষ কোটি টাকা হয়েছে, যা অর্থনীতিতে উচ্ছ্বাস এবং বৃদ্ধিকে প্রতিফলিত করে ব্যক্তি এবং কর্পোরেটদের আয়ের মাত্রা ।

সিবিডিটি একটি বিবৃতিতে বলেছে, 2023-24 আর্থিক বছরে মোট 3.79 লক্ষ কোটি টাকার রিফান্ড জারি করা হয়েছে ৷ গত অর্থবর্ষের জন্য প্রত্যক্ষ কর সংগ্রহের অস্থায়ী পরিসংখ্যান দেখায় যে নেট সংগ্রহ 19.58 লক্ষ কোটি টাকা, যা আগের আর্থিক বছরে অর্থাৎ 2022-23 অর্থবর্ষে 16.64 লক্ষ কোটি টাকার তুলনায় বেশি ৷ 2023-24 অর্থবর্ষের বাজেটে বছরের জন্য সংগ্রহের পরিমাণ 18.23 লক্ষ কোটি টাকা ছিল, যা সংশোধন করে পরে 19.45 লক্ষ কোটি টাকা করা হয়েছিল । অস্থায়ী প্রত্যক্ষ কর সংগ্রহ (নেট রিফান্ড ) বাজেটে 7.40 শতাংশ এবং সংশোধিত করে 0.67 শতাংশ অতিক্রম করেছে ৷

2023-24 আর্থিক বছরের জন্য প্রত্যক্ষ করের মোট (অস্থায়ী) সংগ্রহ (রিফান্ডের সঙ্গে সামঞ্জস্য করার আগে) 23.37 লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা 2022-23 অর্থবর্ষে 19.72 লক্ষ কোটি টাকার মোট সংগ্রহের তুলনায় 18.48 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ 2023-24 আর্থিক বছরে মোট কর্পোরেট কর সংগ্রহ (অস্থায়ী) আগের বছরের 10 লক্ষ কোটি টাকার গ্রস কর্পোরেট কর সংগ্রহের তুলনায় 13.06 শতাংশ বেড়ে 11.32 লক্ষ কোটি টাকা হয়েছে ৷

2023-24 আর্থিক বছরে 9.11 লক্ষ কোটি টাকার নেট কর্পোরেট কর সংগ্রহ (অস্থায়ী) আগের বছরের 8.26 লক্ষ কোটি টাকার নেট কর্পোরেট কর সংগ্রহের তুলনায় 10.26 শতাংশ বৃদ্ধি দেখিয়েছে । 2023-24 আর্থিক বছরে সিকিউরিটিজ লেনদেন কর (অস্থায়ী)-সহ মোট ব্যক্তিগত আয়কর সংগ্রহ 12.01 লক্ষ কোটি টাকা আগের বছরের 9.67 লক্ষ কোটি টাকার সংগ্রহের তুলনায় 24.26 শতাংশ বেশি ।

আরও পড়ুন:

  1. নতুন না পুরনো, কোন কর ব্যবস্থা আপনার জন্য কার্যকরী, জেনে নিন
  2. নতুন কর ব্যবস্থায় কোনও পরিবর্তন নেই, জল্পনাকে উড়িয়ে স্পষ্ট বার্তা কেন্দ্রের
  3. ভারতে বাড়ছে ধনী ব্যক্তির সংখ্যা, জেনে নিন মূলধন লাভের উপর কর বাঁচানোর কৌশল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.