ETV Bharat / bharat

সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য - Sandeshkhali Case

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 6:47 PM IST

Updated : Apr 26, 2024, 8:49 PM IST

WB Govt on Sandeshkhali Case: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার ৷ আগামী 29 এপ্রিল হবে এই মামলার শুনানি ৷

Sandeshkhali Case in SC
সুপ্রিম কোর্টে সন্দেশখালি মামলা

নয়াদিল্লি, 26 এপ্রিল: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার ৷ আগামী 29 এপ্রিল হবে এই মামলার শুনানি ৷ শীর্ষ আদালতের বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি সন্দীপ মেহেতা ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে ৷ সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷ সেই রায়ের বিরোধিতা করে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার ৷

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে জমি মাফিয়া এবং নারী নির্যাতনের বহু অভিযোগ জমা পড়ে পুলিশের কাছে ৷ গ্রেফতারও করা হয় তাকে ৷ এরপর প্রথমে সিবিআই এবং পরে ইডি হেফাজতে পাঠানো হয় তাকে ৷ আপাতত জেলেই রয়েছেন তিনি ৷ এই বিষয়ে একাধিক মামলা চলছে হাইকোর্টে ৷ সম্প্রতি মামলার শুনানিতে সিবিআই-কে সিট গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, এই সিটে রয়েছেন একজন ডিআইজি, একজন এসপি পদমর্যাদার আধিকারিক ও দু'জন ডিএসপি । এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সব রকম সাহায্য করার নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারকে । আদালতের নির্দেশের পর ইমেল আইডি তৈরি করে সিবিআই । এই মেল আইডিতে সন্দেশখালির মানুষ তাঁদের অভিযোগ সরাসরি সিবিআইকে জানাতে পারবে ।

এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য সিবিআই-কে নির্দেশ দেয় আদালত ৷ ইতিমধ্যে তাঁদের কাছে আসা অভিযোগের তদন্তের জন্য সন্দেশখালি ঘুরে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ এরই মধ্যে সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার ৷ ঘটনাচক্রে, শুক্রবারই সকাল থেকেই সন্দেশখালির বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই তল্লাশির সময় বিদেশি পিস্তল এবং রিভলভার-সহ প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে জানাল সিবিআই।

আরও পড়ুন:

Last Updated : Apr 26, 2024, 8:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.