ETV Bharat / bharat

সোমে বন্ধ শেয়ার বাজার, শনিতে সারাদিন লেনদেন

author img

By PTI

Published : Jan 20, 2024, 12:15 PM IST

Updated : Jan 20, 2024, 12:46 PM IST

Ram Mandir Consecration: রাম মন্দির উদ্বোধনের দিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অর্ধদিবস ছুটি দেওয়া হয়েছে ৷ এদিনে ভক্তরা যাতে পূজার্চনা করতে পারেন, তাই বড় সিদ্ধান্ত নিল দেশের স্টক মার্কেট কর্তৃপক্ষ ৷ 22 জানুয়ারি বন্ধ থাকছে শেয়ার বাজার ৷

ETV Bharat
সোমবার বন্ধ শেয়ার মার্কেট

মুম্বই, 20 জানুয়ারি: সকালে মার্কেট খুলতেই নিফটি ছুঁল 250 পয়েন্ট ৷ শনিবার অর্ধেক দিবসের বদলে সারাদিনই চলবে শেয়ার কেনাবেচা ৷ কারণ, সোমবার রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে বন্ধ থাকবে শেয়ার বাজার ৷ এমনটাই জানালেন অর্থনীতিবিদ শরদ কোহলি ৷

তিনি একটি ভিডিয়ো বার্তায় বলেন, "রাম জন্মভূমি প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে এদিন শেয়ার মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কেন্দ্রীয় সরকারও তাদের কর্মচারীদের জন্য অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে ৷ উত্তরপ্রদেশে পুরো ছুটি দেওয়া হয়েছে ৷ তাই শেয়ারমার্কেটও বন্ধ থাকবে ৷ এদিন যাতে ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা রামের পূজার্চনা করতে পারেন, তাঁদের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এর বদলে আজ, শনিবার সারাদিন মার্কেট খোলা থাকছে ৷"

  • VIDEO | "Share market will remain closed on Monday because of the Ram Mandir Pran Pratishtha ceremony. That's why the stock market will have a full trading session today. This will allow the traders and investors to offer prayers and participate in the puja. However, the… pic.twitter.com/PXHopSgCEs

    — Press Trust of India (@PTI_News) January 20, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও বলেন, "আজকের লেনদেন মঙ্গলবার হবে ৷ এনসিডিএক্সও সোমবার বিকেল পাঁচটায় খুলবে ৷ দিনের বেলায় বন্ধ থাকবে ৷ ভারতের বৈদেশিক মুদ্রা বিনিময়ের বাজার আজ বন্ধ থাকবে ৷" 18 জানুয়ারি দেশের অর্থমন্ত্রক একটি নির্দেশে জানিয়েছে, দেশজুড়ে পাবলিক সেক্টর ব্যাংক, বিমা কোম্পানি, অর্থনৈতিক প্রতিষ্ঠান, আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি সোমবার, 22 জানুয়ারি অর্ধদিবস বন্ধ থাকবে ৷ এদিকে বেসরকারি ব্যাংক এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাংক সারাদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অর্ধেক দিবস ছুটি দেওয়া হচ্ছে ৷

আজ থেকেই দেশে যেন উৎসবের মেজাজ ৷ তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে অযোধ্যায় পৌঁছেছে বিশ্বের সবচেয়ে বড় লাড্ডু, যার ওজন 1 হাজার 265 কেজি ৷ পাশাপাশি আলিগড় থেকে এসেছে 400 কেজি ওজনের বিশালাকৃতির তালা ৷ রামমন্দিরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রামের জন্মভূমি অযোধ্যাকে ৷ দেশ তো বটেই, এমনকী বিদেশেও রামমন্দির উদ্বোধনে কার্যত উৎসব শুরু হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. রাম মন্দিরের উদ্বোধনের দিন দুপুরে খুলবে শেয়ার বাজার, জানাল আরবিআই
  2. পাথরের গুণে রাম মন্দির টিকবে হাজার বছর, নেপথ্যে কর্ণাটকের বিজ্ঞানী রজন
  3. আগামী অর্থবর্ষে 7 শতাংশ বৃদ্ধি পেতে পারে ভারতীয় অর্থনীতি, আশা আরবিআই প্রধানের
Last Updated : Jan 20, 2024, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.