ETV Bharat / entertainment

Mamata Bats for Big B: বাংলার জামাইকে ভারতরত্ন দেওয়া উচিত, দাবি মমতার

author img

By

Published : Dec 15, 2022, 7:18 PM IST

Updated : Dec 15, 2022, 7:56 PM IST

অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) ভারতরত্ন (Bharat Ratna) দেওয়ার দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে বলেন, বাংলা থেকে তিনি এই দাবিতে সরব হবেন (Mamata Bats for Big B)৷

Mamata Banerjee bats for Amitabh Bachchan to get Bharat Ratna
অমিতাভকে ভারতরত্ন দেওয়ার দাবিতে বাংলা থেকে আওয়াজ তুললেন মমতা

কলকাতা, 15 ডিসেম্বর: বাংলার জামাইকে ভারতরত্ন (Bharat Ratna) দেওয়ার দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bats for Big B)। বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) মঞ্চ থেকে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) নিয়ে এই প্রসঙ্গ তুলেছেন তিনি ।

এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন । যে উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন অমিতাভ-ই । এ দিন অনুষ্ঠানের শেষ পর্বে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে উঠে এই প্রসঙ্গটি তোলেন । তিনি বলেন, "আমি দাবি তুলছি, অমিতাভজিকে ভারতরত্ন দেওয়া উচিত ।" এরপরই তাঁর সংযোজন, "যদিও অফিসিয়ালি নয়, তবু আমরা বাংলা থেকে আওয়াজ তুলব, ভারতরত্ন অমিতাভজি । আমি মনে করি, তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত । গোটা দেশে এমন আইকন আর পাওয়া যাবে না । দীর্ঘদিন ধরে ফিল্মে কাজ করছেন । তিনি মানুষ হিসেবেও খুব বড় । তাঁকে কৃতজ্ঞতা জানাচ্ছি, তিনি এসেছেন । এতটা সময় তিনি আমাদের দিয়েছেন ।"

প্রসঙ্গত, এ দিন চলচ্চিত্র উৎসবের মধ্যমণি ছিলেন অমিতাভ । টালিগঞ্জ, মুম্বই এমনকী ওপার বাংলার অভিনেতা অভিনেত্রী কুশিলবরা হাজির থাকলেও এই চলচ্চিত্র উৎসবের মুখ্য আকর্ষণ ছিল অমিতাভ বচ্চনকে নিয়ে । এ বছর আবার চলচ্চিত্র উৎসবে অমিতাভের 80তম জন্মদিনকে সেলিব্রেট করা হচ্ছে । শুধু তাই নয়, এ দিনের উদ্বোধনী সিনেমাও ছিল অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন অভিনীত অভিমান । এ বার অমিতাভ অভিনীত ছটি ছবির বিশেষ প্রদর্শনীও করা হচ্ছে এই চলচ্চিত্র উৎসবে । সবচেয়ে বড় কথা বলিউড শাহেনশার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত হয়েছে কলকাতাতেই । তাঁর প্রথম চাকরি জীবনের দিনগুলি ছিল কলকাতাতেই । শুধু তাই নয়, প্রথম সিনেমার সঙ্গে জড়িয়ে রয়েছে কলকাতা ।

আরও পড়ুন: 'ধন্যবাদ কলকাতা, চিরকাল আপনাদের জামাইবাবু থাকব'; স্পষ্ট বাংলায় প্রতিশ্রুতি অমিতাভের

এ দিন নিজের বক্তব্য রাখার সময় এ কথা বারবার বলেছেন অমিতাভ । সবচেয়ে বড় কথা, এ দিন চলচ্চিত্র উৎসবের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করেন তিনি । সমাজের সঙ্গে সিনেমার সম্পর্ক, সিনেমা কীভাবে সময়ের দলিল হয়ে থেকেছে যুগে যুগে, সে ব্যাপারে বিস্তারিত ভাষণ দেন প্রবীণ এই অভিনেতা । তাঁর এই দীর্ঘ বক্তব্যকে এ দিন প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী । সেখানে দাঁড়িয়ে এই বাংলা থেকে তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবি ওঠা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।

প্রসঙ্গত এ দিন অপর এক বিশিষ্ট অভিনেতা তথা একসময়ে অমিতাভ বচ্চনের সমসাময়িক অভিনেতা শত্রুঘ্ন সিনহাও অমিতাভ বচ্চনকে ন্যাশনাল আইকন বলে আখ্যায়িত করেছেন । আর তৃণমূল নেত্রী সেখানে আরও একধাপ এগিয়ে তাঁকে ভারতরত্ন বলে আখ্যায়িত করলেন ।

প্রসঙ্গত, ভারতরত্ন হল দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান । প্রতিবছর শিল্প, সংস্কৃতি, সমাজ জীবনে অনন্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয় । যদিও এই পুরস্কারের জন্য সুপারিশ করেন দেশের প্রধানমন্ত্রী । প্রত্যেক বছর সর্বাধিক তিন জনকে এই সম্মান দেওয়া হয় । সেক্ষেত্রে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী এ ধরনের সুপারিশ করতে পারেন কি না তা নিয়ে সংশয় রয়েছে । তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর এই দাবি আনঅফিসিয়াল । তবে এ কথা অস্বীকার করার জায়গা নেই, বাংলার জামাইের প্রতি বাংলার মানুষের ভালোবাসা থেকেও এই দাবি যেন বাংলার মানুষের আওয়াজ ।

Last Updated : Dec 15, 2022, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.