Bihar Election Results 2025

ETV Bharat / state

এসএসসি পরীক্ষায় অভিজ্ঞতার 10 নম্বর নিয়ে প্রশ্ন, কমিশনের জবাব চাইল আদালত

এসএসসি পরীক্ষায় শিক্ষকতায় অভিজ্ঞার জন্য 10 নম্বর বরাদ্দ করা হয়েছে ৷ কিন্তু এই নম্বর বেসরকারি স্কুলের শিক্ষকদের দেওয়া হচ্ছে না ৷ প্রশ্নের মুখে এসএসসি ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 16, 2025 at 8:54 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 16 অক্টোবর: এসএসসি 2016 সালের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অনেকে সিবিএসসি বোর্ডের স্কুলে কর্মরত, কেউ বা চুক্তিভিত্তিক শিক্ষক এবং বেশ কিছু অনিয়মিত শিক্ষকও রয়েছেন ৷ এই ধরনের শিক্ষকদের শিক্ষকতার অভিজ্ঞতার জন্য প্রাপ্ত 10 নম্বর কেন দেওয়া হচ্ছে না ? এই ব্যাপারে স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি স্মিতা দাস দে'র পূজাবকাশকালীন বেঞ্চ ৷

পাশাপাশি জেলার ডিআই (ডিস্ট্রিক্ট ইনসপেক্টর অফ স্কুল)-কে নির্দেশ দেওয়া হয়েছে, কতজন অনুমোদিত পদ (সাবট্যানটিভ পোস্টে) নিযুক্ত রয়েছেন, তা আদালতকে জানাতে হবে ৷ পুজোর ছুটি শেষে 10 দিন পর নিয়মিত বেঞ্চে এই মামলার শুনানি হবে ৷

স্কুল সার্ভিস কমিশন চাকরি বাতিলের পর নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য তৈরি নিয়মে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দ করার কথা জানিয়েছিল ৷ কিন্তু এই নম্বর সিবিএসসি বোর্ডের স্কুলে যাঁরা শিক্ষকতা করছেন, রাজ্যের চুক্তিভিত্তিক পদে কর্মরত শিক্ষক এবং অনিয়মিত শিক্ষকদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে না ৷ এই দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মোট 24 জন পরীক্ষার্থী ৷ তাঁদের মামলাতে রাজ্যের বক্তব্য জানতে চাইল আদালত ৷

এদিন মামলার শুনানিতে মামলাকারীদের পক্ষে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, "মামলাকারীরা কেউ পার্টটাইম টিচার, কেউ কনট্রাকচ্যুয়াল টিচার ৷ একজনের কাজের অভিজ্ঞতা রয়েছে 12 বছরের ৷ স্কুল সার্ভিস কমিশন স্থায়ী শিক্ষক নিয়োগ করে ৷ কিন্তু শূন্যপদ থাকলে স্কুলের ম্যানেজমেন্ট অস্থায়ী শিক্ষক নিয়োগ করে ৷ তাহলে তারা কেন ওই 10 নম্বর পাবে না ? ফলাফল প্রকাশিত হয়ে গেলে আমাদের আবেদন মূল্যহীন হয়ে যাবে ?"

রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "স্কুলকে বলতে দিন, আপনারা কোন পদে কত বছর কাজ করেছেন ? আমরা এসএসসি ৷ আমরা স্কুলের বক্তব্য শুনতে পারি ৷"

বিচারপতি স্মিতা দাস দে বলেন, "তালিকা প্রকাশিত হয় গেলে তো তাঁরা সুযোগ হারিয়ে ফেলবেন । এখন আপনি বলুন, এদের জন্য কী পদক্ষেপ করা যায়, যাতে তাঁদের আবেদনের প্রতি সুবিচার করা যায় ৷"
রাজ্যের আইনজীবী তখন বলেন, "আমাদের কাছে চুক্তিভিত্তিক পদ, অনুমোদিত পদ ক'টা, সেই তালিকা আছে ।"

পাল্টা মামলাকারীদের পক্ষে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, "আমরা আমাদের অভিজ্ঞতার শংসাপত্র দিয়েছি ৷ এসএসসি যে কোনও সময় এটা স্ক্রুটিনি করে দেখতে পারে ৷ পরীক্ষা দেওয়ার সময় এটা আমরা জমা করেছি ৷" যদিও স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয় ৷" এই অবস্থায় রাজ্যের বক্তব্য জানতে চেয়ে হলফনামা জমা দিতে নির্দেশ দেন বিচারপতি ৷ নভেম্বরে পরবর্তী শুনানির সম্ভাবনা ৷