দ্বিতীয় দফায় ফের পরিবর্তন উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় । নতুন করে তালিকায় উঠে এলেন 3 জন । নতুন তালিকা অনুযায়ী 489 নম্বর পেয়ে অষ্টম হয়েছেন কোচবিহারের সোহম সাহা । 488 পেয়ে নবম বাঁকুড়ার প্রাঞ্জল ঘোষ । মালদা থেকে 487 পেয়ে দশম হয়েছেন সাত্যকি সিনহা ।
প্রসঙ্গত, তৎকাল স্ক্রুটিনির ফলপ্রকাশ হয়েছিল 16 মে । সেই সময় নতুন করে 12 জন মেধাতালিকায় জায়গায় করে নিয়েছিলেন । সেই সময় মেধাতালিকায় অংশ নিয়েছিলেন 70 জন । আজকের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়াল 73 । উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "মূল্যায়নের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় ভুল হয়েছে । পুনর্মূল্যায়নের পর আবার সে নম্বর পেয়েছে ।"
ফের বদল উচ্চমাধ্যমিকের মেধাতালিকায়, যুক্ত নয়া 3 জন
Published : Jun 13, 2024, 11:02 PM IST
দ্বিতীয় দফায় ফের পরিবর্তন উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় । নতুন করে তালিকায় উঠে এলেন 3 জন । নতুন তালিকা অনুযায়ী 489 নম্বর পেয়ে অষ্টম হয়েছেন কোচবিহারের সোহম সাহা । 488 পেয়ে নবম বাঁকুড়ার প্রাঞ্জল ঘোষ । মালদা থেকে 487 পেয়ে দশম হয়েছেন সাত্যকি সিনহা ।
প্রসঙ্গত, তৎকাল স্ক্রুটিনির ফলপ্রকাশ হয়েছিল 16 মে । সেই সময় নতুন করে 12 জন মেধাতালিকায় জায়গায় করে নিয়েছিলেন । সেই সময় মেধাতালিকায় অংশ নিয়েছিলেন 70 জন । আজকের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়াল 73 । উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "মূল্যায়নের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় ভুল হয়েছে । পুনর্মূল্যায়নের পর আবার সে নম্বর পেয়েছে ।"