এক কাঠা জায়গাকে কেন্দ্র করে বিবাদের জেরে শ্যালকের হাতে গুরুতর জখম জামাইবাবু। লোহার রড, শাবল, হাঁসুয়া দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার ভৈরবটোলায়। জখম ব্যক্তি মুস্তাকিম শেখ এখন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, এক কাঠা বসত জায়গা নিয়ে সাইফুদ্দিন শেখ ও তাঁর ভাই সাহানূর শেখের মধ্যে বিবাদ চলছিল। মাস দুই আগে সাহানূর শেখ আক্রান্ত হয় সাইফুদ্দিনের হাতে ৷ পুলিশ তখন সাইফুদ্দিনকে গ্রেফতার করে ৷ পরে ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসে সাইফুদ্দিন। রবিবার রাতে বিবাদের মধ্যস্ততা করতে গিয়ে সাহানূরের জামাইবাবু মুস্তাকিম আক্রান্ত হন ৷
জমি বিবাদে শ্যালকের মারধরে গুরুতর জখম জামাইবাবু, অভিযুক্ত পলাতক
Published : Aug 5, 2024, 5:50 PM IST
এক কাঠা জায়গাকে কেন্দ্র করে বিবাদের জেরে শ্যালকের হাতে গুরুতর জখম জামাইবাবু। লোহার রড, শাবল, হাঁসুয়া দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার ভৈরবটোলায়। জখম ব্যক্তি মুস্তাকিম শেখ এখন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, এক কাঠা বসত জায়গা নিয়ে সাইফুদ্দিন শেখ ও তাঁর ভাই সাহানূর শেখের মধ্যে বিবাদ চলছিল। মাস দুই আগে সাহানূর শেখ আক্রান্ত হয় সাইফুদ্দিনের হাতে ৷ পুলিশ তখন সাইফুদ্দিনকে গ্রেফতার করে ৷ পরে ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসে সাইফুদ্দিন। রবিবার রাতে বিবাদের মধ্যস্ততা করতে গিয়ে সাহানূরের জামাইবাবু মুস্তাকিম আক্রান্ত হন ৷