যক্ষ্মা মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে একাধিক উদ্যোগ কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে। সরকারি আহ্বানে সাড়া দিয়ে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের সাহার জোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিশিষ্ট সমাজসেবী অজয় পরামাণিক 4 জন যক্ষা রোগীর ছ’মাসের খাবারের দায়িত্ব নিয়েছেন ৷ একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক 4 জন রোগীর হাতে ডাল শস্য, সোয়াবিন, হরলিক্স, ডিম, ফল-সহ একটি খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়েছে । তার পাশাপাশি সমাজসেবী অঙ্গীকারবদ্ধ হন সমাজের জন্য 4 জন যক্ষ্মা রোগীকে সমস্ত রকম ভাবে সাহায্য করা। এই প্রথম নয়, আগেও সমাজসেবী অজয় পরামাণিক সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁর সামাজিক দায়বদ্ধতা পালন করে এসেছেন।
যক্ষ্মা রোগ দূরীকরণে 4 জন রোগীর হাতে তুলে দেওয়া হল খাবার-পথ্য
Published : Aug 10, 2024, 2:01 PM IST
যক্ষ্মা মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে একাধিক উদ্যোগ কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে। সরকারি আহ্বানে সাড়া দিয়ে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের সাহার জোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিশিষ্ট সমাজসেবী অজয় পরামাণিক 4 জন যক্ষা রোগীর ছ’মাসের খাবারের দায়িত্ব নিয়েছেন ৷ একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক 4 জন রোগীর হাতে ডাল শস্য, সোয়াবিন, হরলিক্স, ডিম, ফল-সহ একটি খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়েছে । তার পাশাপাশি সমাজসেবী অঙ্গীকারবদ্ধ হন সমাজের জন্য 4 জন যক্ষ্মা রোগীকে সমস্ত রকম ভাবে সাহায্য করা। এই প্রথম নয়, আগেও সমাজসেবী অজয় পরামাণিক সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁর সামাজিক দায়বদ্ধতা পালন করে এসেছেন।