Child Body Recovered in Toilet: শৌচালয় থেকে শিশুর পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ি মহকুমা হাসপাতালে । সোমবার দুপুরে হাসপাতালের ইমার্জেন্সি অবজারভেশন রুমের শৌচালয়ে দেহটি পড়ে থাকতে দেখেন এক রোগীর আত্মীয় ৷ এরপরই শোরগোল পড়ে যায় ৷ সাফাই কর্মীরা দেহটি উদ্ধার করে অন্যত্র সরিয়ে দেয় । খবর পেয়ে হাসপাতালে যান ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য-সহ পুলিশকর্মীরা । ঘটনার তদন্তের স্বার্থে ব্লক স্বাস্থ্য আধিকারিকের চেম্বারে বৈঠক করেন পুলিশ আধিকারিকরা । দেহটি কতদিনের শিশুর তা এখনও স্পষ্ট নয় । বিষয়টির তদন্ত চলছে ৷ এবিষয়ে ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর চক্রবর্তী বলেন, হাসপাতালের সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ ।
ধূপগুড়ি হাসপাতালের শৌচালয় থেকে শিশুর পচা গলা দেহ উদ্ধার
Published : Aug 5, 2024, 7:58 PM IST
Child Body Recovered in Toilet: শৌচালয় থেকে শিশুর পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ি মহকুমা হাসপাতালে । সোমবার দুপুরে হাসপাতালের ইমার্জেন্সি অবজারভেশন রুমের শৌচালয়ে দেহটি পড়ে থাকতে দেখেন এক রোগীর আত্মীয় ৷ এরপরই শোরগোল পড়ে যায় ৷ সাফাই কর্মীরা দেহটি উদ্ধার করে অন্যত্র সরিয়ে দেয় । খবর পেয়ে হাসপাতালে যান ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য-সহ পুলিশকর্মীরা । ঘটনার তদন্তের স্বার্থে ব্লক স্বাস্থ্য আধিকারিকের চেম্বারে বৈঠক করেন পুলিশ আধিকারিকরা । দেহটি কতদিনের শিশুর তা এখনও স্পষ্ট নয় । বিষয়টির তদন্ত চলছে ৷ এবিষয়ে ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর চক্রবর্তী বলেন, হাসপাতালের সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ ।