জঙ্গলে কাঠ, পাতা সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণে গুরুতর আহত হলেন বছর বাষট্টির এক ব্যক্তি । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম রেঞ্জের বন্দরভুলা বিটের কলাবনির জঙ্গলে । আহতের নাম দিবাকর নারায়ণ দেব ৷ বাড়ি কলাবনি গ্রামে । এদিন সকাল সাতটা নাগাদ জঙ্গলে কাঠ, পাতা সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি ৷ সেই সময় হঠাৎ হাতির মুখোমুখি হন ৷ সেখান থেকে পালানোর সময় হাতি শুঁড় দিয়ে তুলে আছাড় মারলে গুরুতরভাবে আহত হন দিবাকরবাবু । বর্তমানে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন তিনি । বন দফতর সূত্রে খবর, বর্তমানে ঝাড়গ্রাম বন বিভাগে 46টি হাতি রয়েছে ।
জঙ্গলে হাতির মুখোমুখি, আছাড় খেয়ে হাসপাতালে ব্যক্তি
Published : Aug 14, 2024, 9:28 PM IST
জঙ্গলে কাঠ, পাতা সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণে গুরুতর আহত হলেন বছর বাষট্টির এক ব্যক্তি । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম রেঞ্জের বন্দরভুলা বিটের কলাবনির জঙ্গলে । আহতের নাম দিবাকর নারায়ণ দেব ৷ বাড়ি কলাবনি গ্রামে । এদিন সকাল সাতটা নাগাদ জঙ্গলে কাঠ, পাতা সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি ৷ সেই সময় হঠাৎ হাতির মুখোমুখি হন ৷ সেখান থেকে পালানোর সময় হাতি শুঁড় দিয়ে তুলে আছাড় মারলে গুরুতরভাবে আহত হন দিবাকরবাবু । বর্তমানে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন তিনি । বন দফতর সূত্রে খবর, বর্তমানে ঝাড়গ্রাম বন বিভাগে 46টি হাতি রয়েছে ।