ETV Bharat / snippets

বিশ্বকর্মা বিসর্জনে গিয়ে নিখোঁজ নাবালকের দেহ উদ্ধার

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2024, 3:20 PM IST

BODY RECOVERED FROM RIVER
নিখোঁজ নাবালকের দেহ উদ্ধার (ইটিভি ভারত)

বাড়ির সদস্যদের সঙ্গেই নদীতে বিশ্বকর্মা বিসর্জনে গিয়েছিল মানিকচক ব্লকের জোগনি গ্রামের বছর দশের অপূর্ব ৷ নদীতে নেমে সবার চোখের সামনে তলিয়ে যায় সে ৷ অনেক চেষ্টা করেও পরিবারের সদস্যরা রবিবার তাকে উদ্ধার করতে পারেননি ৷ সেই খবর চাউর হতেই নদীতে জাল ফেলে শুরু হয় তল্লাশি ৷ কিন্তু নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়ায় গতকাল অপূর্বকে উদ্ধার করা সম্ভব হয়নি ৷ অবশেষে সোমবার জোগনি গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে স্লুইস গেটের কাছে অপূর্বর দেহ উদ্ধার হয় ৷ দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠিয়েছে মানিকচক থানার পুলিশ ৷ এ নিয়ে চলতি মরশুমে শুধুমাত্র মানিকচক ব্লকেই নদীতে তলিয়ে মৃত্যু হল পাঁচ জনের ৷

বাড়ির সদস্যদের সঙ্গেই নদীতে বিশ্বকর্মা বিসর্জনে গিয়েছিল মানিকচক ব্লকের জোগনি গ্রামের বছর দশের অপূর্ব ৷ নদীতে নেমে সবার চোখের সামনে তলিয়ে যায় সে ৷ অনেক চেষ্টা করেও পরিবারের সদস্যরা রবিবার তাকে উদ্ধার করতে পারেননি ৷ সেই খবর চাউর হতেই নদীতে জাল ফেলে শুরু হয় তল্লাশি ৷ কিন্তু নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়ায় গতকাল অপূর্বকে উদ্ধার করা সম্ভব হয়নি ৷ অবশেষে সোমবার জোগনি গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে স্লুইস গেটের কাছে অপূর্বর দেহ উদ্ধার হয় ৷ দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠিয়েছে মানিকচক থানার পুলিশ ৷ এ নিয়ে চলতি মরশুমে শুধুমাত্র মানিকচক ব্লকেই নদীতে তলিয়ে মৃত্যু হল পাঁচ জনের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.