Murshidabad Murder: সালিশি সভায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ৷ বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের তোফাপুর এলাকায়। মৃত যুবকের নাম অসিকুল শেখ ওরফে টনি (34)। ফারাক্কার তোফাপুরের দক্ষিণপাড়ার বাসিন্দা ছিলেন ওই যুবক। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত আব্দুল রাকিব। স্থানীয় সূত্রে খবর, মৃত টনি আব্দুল রাকিবের ছেলে ৷ অভিযোগ, সে গ্রামের একটি মেয়েকে বাড়ির অমতে বিয়ে করে। মেয়ের পরিবারের দাবিতে গ্রামের মোড়ল বিচারসভা বসায়। আর সেই সভাতেই টনির উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বাবা আব্দুল রাকিব ৷ রক্তাক্ত অবস্থায় অসিকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷
সালিশি সভায় ডেকে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ
Published : Jun 21, 2024, 1:50 PM IST
Murshidabad Murder: সালিশি সভায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ৷ বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের তোফাপুর এলাকায়। মৃত যুবকের নাম অসিকুল শেখ ওরফে টনি (34)। ফারাক্কার তোফাপুরের দক্ষিণপাড়ার বাসিন্দা ছিলেন ওই যুবক। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত আব্দুল রাকিব। স্থানীয় সূত্রে খবর, মৃত টনি আব্দুল রাকিবের ছেলে ৷ অভিযোগ, সে গ্রামের একটি মেয়েকে বাড়ির অমতে বিয়ে করে। মেয়ের পরিবারের দাবিতে গ্রামের মোড়ল বিচারসভা বসায়। আর সেই সভাতেই টনির উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বাবা আব্দুল রাকিব ৷ রক্তাক্ত অবস্থায় অসিকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷