আরজি করের নৃশংস ঘটনার পর কেটে গিয়েছে একমাস। সমাজের বিভিন্ন অংশের মানুষের মনে তীব্র ক্ষোভ, ঘৃণা ও ধিক্কার সঞ্চার হয়েছে। আর তাই তাঁরা ন্যায় বিচার ও দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করছেন । এই আন্দোলনকে বামফ্রন্ট সবদিক থেকে সমর্থন করছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে সোমবার রাত 9টায় 9 মিনিটের জন্য আলো নেভানোর কর্মসূচিকেও সমর্থন করেছে রাজ্য বামফ্রন্ট। রবিবার এক বিবৃতিতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি জানান, রাত 9টায় 9 মিনিটের জন্য রাজ্যব্যাপী অভিনব মৌনমুখর প্রতিবাদের আহ্বান জানিয়ে যে কর্মসূচি নেওয়া হয়েছে বামফ্রন্ট তাঁকে সবদিক থেকে সমর্থন করছে।
আলো নেভানোর ডাক, সমর্থন বিমানদের
Published : Sep 8, 2024, 9:57 PM IST
আরজি করের নৃশংস ঘটনার পর কেটে গিয়েছে একমাস। সমাজের বিভিন্ন অংশের মানুষের মনে তীব্র ক্ষোভ, ঘৃণা ও ধিক্কার সঞ্চার হয়েছে। আর তাই তাঁরা ন্যায় বিচার ও দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করছেন । এই আন্দোলনকে বামফ্রন্ট সবদিক থেকে সমর্থন করছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে সোমবার রাত 9টায় 9 মিনিটের জন্য আলো নেভানোর কর্মসূচিকেও সমর্থন করেছে রাজ্য বামফ্রন্ট। রবিবার এক বিবৃতিতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি জানান, রাত 9টায় 9 মিনিটের জন্য রাজ্যব্যাপী অভিনব মৌনমুখর প্রতিবাদের আহ্বান জানিয়ে যে কর্মসূচি নেওয়া হয়েছে বামফ্রন্ট তাঁকে সবদিক থেকে সমর্থন করছে।