মাত্র 67 দিনে প্রায় 3 কোটি 5 লক্ষ টাকার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করেছে ঝাড়গ্রাম জেলা আবগারি দফতর। লোকসভা নির্বাচনে আদর্শ আচরণবিধি জারি হওয়ার পর থেকে বুধবার পর্যন্ত 3 কোটি 5 লক্ষ 65 হাজার 350 টাকার চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণ-সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। ঝাড়গ্রাম আবগারি দফতর ও পুলিশ সূত্রে খবর, 9 হাজার 599 লিটার চোলাই মদ, 1 লক্ষ 53 হাজার 620 লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার হয়েছে ৷ 46.1 লিটার বিদেশি মদ এবং একটি বাইকও বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় 13 জনকে গ্রেফতার করেছে আবগারি দফতর।
ভোটের আবহে ঝাড়গ্রামে তিন কোটিরও বেশি টাকার চোলাই মদ উদ্ধার
Published : May 24, 2024, 1:32 PM IST
মাত্র 67 দিনে প্রায় 3 কোটি 5 লক্ষ টাকার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করেছে ঝাড়গ্রাম জেলা আবগারি দফতর। লোকসভা নির্বাচনে আদর্শ আচরণবিধি জারি হওয়ার পর থেকে বুধবার পর্যন্ত 3 কোটি 5 লক্ষ 65 হাজার 350 টাকার চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণ-সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। ঝাড়গ্রাম আবগারি দফতর ও পুলিশ সূত্রে খবর, 9 হাজার 599 লিটার চোলাই মদ, 1 লক্ষ 53 হাজার 620 লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার হয়েছে ৷ 46.1 লিটার বিদেশি মদ এবং একটি বাইকও বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় 13 জনকে গ্রেফতার করেছে আবগারি দফতর।