পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপার হলেন এসকে সুরেশ। ধৃতিমান সরকারের জায়গায় তাঁকে বসাল নির্বাচন কমিশন ৷ মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানায়, রাজ্যের তরফে যে অফিসারদের নাম পাঠানো হয়েছিল সেখান থেকেই নয়া পুলিশ সুপার বেছে নেওয়া হয়েছে ৷ ষষ্ঠ দফার ভোটের আগেই সোমবার বদলি করা হয়েছিল পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে। তাঁর জায়গায় নতুন দায়িত্ব পেলেন 2016 ব্যাচের আইপিএস এসকে সুরেশ। বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, মঙ্গলবার থেকেই কাজে যোগ দেবেন সুরেশ ৷ প্রসঙ্গত, পুলিশ সুপার ধৃতিমান সরকারের বিরুদ্ধে বিজেপির একাধিক অভিযোগ ছিল ৷ নির্বাচনী আচরণ বিধি জারি হওয়ার পর বিজেপি নির্বাচন কমিশনেও অভিযোগ জানায় ৷ সেই অভিযোগের পরই সুপারকে সরিয়ে দেয় কমিশন।
ভোটের মুখে পশ্চিম মেদিনীপুরে নতুন পুলিশ সুপার এসকে সুরেশ
Published : May 21, 2024, 7:50 PM IST
পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপার হলেন এসকে সুরেশ। ধৃতিমান সরকারের জায়গায় তাঁকে বসাল নির্বাচন কমিশন ৷ মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানায়, রাজ্যের তরফে যে অফিসারদের নাম পাঠানো হয়েছিল সেখান থেকেই নয়া পুলিশ সুপার বেছে নেওয়া হয়েছে ৷ ষষ্ঠ দফার ভোটের আগেই সোমবার বদলি করা হয়েছিল পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে। তাঁর জায়গায় নতুন দায়িত্ব পেলেন 2016 ব্যাচের আইপিএস এসকে সুরেশ। বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, মঙ্গলবার থেকেই কাজে যোগ দেবেন সুরেশ ৷ প্রসঙ্গত, পুলিশ সুপার ধৃতিমান সরকারের বিরুদ্ধে বিজেপির একাধিক অভিযোগ ছিল ৷ নির্বাচনী আচরণ বিধি জারি হওয়ার পর বিজেপি নির্বাচন কমিশনেও অভিযোগ জানায় ৷ সেই অভিযোগের পরই সুপারকে সরিয়ে দেয় কমিশন।