খান্দরা পঞ্চায়েতে নতুন উপপ্রধান নির্বাচিত হলেন তৃণমূলের আশিস ভট্টাচার্য ৷ আগের উপপ্রধান গণেশ বাদ্যকর ইস্তফা দেওয়ায় নতুন করে উপপ্রধান নির্বাচন হয় শনিবার ৷ এদিনের নির্বাচন প্রক্রিয়ায় 23 জনের মধ্যে 15 জন সদস্য ছিলেন। তাঁরা উপপ্রধান হিসেবে আশিস ভট্টাচার্যকে সমর্থন করেন ৷ গত পঞ্চায়েত নির্বাচনে অণ্ডাল ব্লকের এই পঞ্চায়েতে জিতে বোর্ড গঠন করে তৃণমূল। উপপ্রধান পদ পেয়েছিলেন গণেশ বাদ্যকর। সিপিএমের সঙ্গে যোগসাজশের অভিযোগে ওঠে গণেশ বাদ্যকরের বিরুদ্ধে। এতে দলের মধ্যে তৈরি হয় অস্বস্তিকর পরিবেশ ৷ গণেশকে এরপরই উপপ্রধান পথ থেকে ইস্তফা দিতে বলা হয় দলের পক্ষ থেকে ৷ এরপর ফের খান্দরা গ্রাম পঞ্চায়েতে নতুন করে উপপ্রধান নির্বাচন প্রক্রিয়া হয় ৷
তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে অকাল নির্বাচন খান্দরা পঞ্চায়েতে
Published : Aug 3, 2024, 10:57 PM IST
খান্দরা পঞ্চায়েতে নতুন উপপ্রধান নির্বাচিত হলেন তৃণমূলের আশিস ভট্টাচার্য ৷ আগের উপপ্রধান গণেশ বাদ্যকর ইস্তফা দেওয়ায় নতুন করে উপপ্রধান নির্বাচন হয় শনিবার ৷ এদিনের নির্বাচন প্রক্রিয়ায় 23 জনের মধ্যে 15 জন সদস্য ছিলেন। তাঁরা উপপ্রধান হিসেবে আশিস ভট্টাচার্যকে সমর্থন করেন ৷ গত পঞ্চায়েত নির্বাচনে অণ্ডাল ব্লকের এই পঞ্চায়েতে জিতে বোর্ড গঠন করে তৃণমূল। উপপ্রধান পদ পেয়েছিলেন গণেশ বাদ্যকর। সিপিএমের সঙ্গে যোগসাজশের অভিযোগে ওঠে গণেশ বাদ্যকরের বিরুদ্ধে। এতে দলের মধ্যে তৈরি হয় অস্বস্তিকর পরিবেশ ৷ গণেশকে এরপরই উপপ্রধান পথ থেকে ইস্তফা দিতে বলা হয় দলের পক্ষ থেকে ৷ এরপর ফের খান্দরা গ্রাম পঞ্চায়েতে নতুন করে উপপ্রধান নির্বাচন প্রক্রিয়া হয় ৷