RG Kar Rape and Murder Case: আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় প্রমাণ লোপাটের ঘটনায় আগেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ৷ মঙ্গলবার কলকাতা পুলিশের নগরপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর, অভিজিৎ মণ্ডলকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিলেন মনোজ ভার্মা ৷ লালবাজার তরফে এমনটাই জানানো হয়েছে ৷ যদিও, অভিজিৎ মণ্ডল গ্রেফতার হওয়ার পর, তাঁর পাশে থাকার বার্তা দিয়েছিল কলকাতা পুলিশ ৷ তাঁর সার্ভে পার্কের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন কলকাতা পুলিশের কয়েকজন শীর্ষকর্তা ৷ পরিবারের পাশে থাকার কথা বলেছিলেন ৷ তবে, আজ সেই অভিজিৎ মণ্ডলকেই সাসপেন্ড করল লালবাজার ৷
দায়িত্বভার নিয়েই টালা থানার ওসিকে সাসপেন্ড করলেন নগরপাল মনোজ ভার্মা
Published : Sep 18, 2024, 8:26 PM IST
RG Kar Rape and Murder Case: আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় প্রমাণ লোপাটের ঘটনায় আগেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ৷ মঙ্গলবার কলকাতা পুলিশের নগরপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর, অভিজিৎ মণ্ডলকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিলেন মনোজ ভার্মা ৷ লালবাজার তরফে এমনটাই জানানো হয়েছে ৷ যদিও, অভিজিৎ মণ্ডল গ্রেফতার হওয়ার পর, তাঁর পাশে থাকার বার্তা দিয়েছিল কলকাতা পুলিশ ৷ তাঁর সার্ভে পার্কের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন কলকাতা পুলিশের কয়েকজন শীর্ষকর্তা ৷ পরিবারের পাশে থাকার কথা বলেছিলেন ৷ তবে, আজ সেই অভিজিৎ মণ্ডলকেই সাসপেন্ড করল লালবাজার ৷