ETV Bharat / snippets

একটানা বৃষ্টি, গাছ ভেঙে অবরুদ্ধ চুঁচুড়া-তারকেশ্বর রুট

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2024, 3:22 PM IST

continuous-rain
অবরুদ্ধ চুঁচুড়া তারকেশ্বর রুট (ইটিভা ভারত)

নিন্মচাপের বৃষ্টিতে রাস্তার ধারে ভেঙে পড়ল গাছ। তার জেরে বিপর্যস্ত জনজীবন। টানা বৃষ্টিতে শনিবার সকলে পোলবায় চুঁচুড়া তারকেশ্বর রোডে গাছ ভেঙে পড়ে। সামনেই গোটুর বাজার । তাছাড়া বেশ কয়েকটি স্কুলও রয়েছে আশপাশে। রাস্তার উপর গাছ পড়ার কারণে ব্যাহত যান চলাচল। 17 ও 18 নম্বর রুটের চুঁচুড়া তারকেশ্বর রোড পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। একাধিক বাস-সহ বড় লরি আটকে পড়ে রাস্তার দুই দিকে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় গাছ কেটে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়েছে ৷ রাতভর বৃষ্টির জেরে জল জমেছে বেশকিছু এলাকায়। স্থানীয় বাসিন্দা বুবাই দাস বলেন, "প্রাথমিকভাবে আমরা গ্রামবাসীরা সকলে মিলে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছি ৷"

নিন্মচাপের বৃষ্টিতে রাস্তার ধারে ভেঙে পড়ল গাছ। তার জেরে বিপর্যস্ত জনজীবন। টানা বৃষ্টিতে শনিবার সকলে পোলবায় চুঁচুড়া তারকেশ্বর রোডে গাছ ভেঙে পড়ে। সামনেই গোটুর বাজার । তাছাড়া বেশ কয়েকটি স্কুলও রয়েছে আশপাশে। রাস্তার উপর গাছ পড়ার কারণে ব্যাহত যান চলাচল। 17 ও 18 নম্বর রুটের চুঁচুড়া তারকেশ্বর রোড পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। একাধিক বাস-সহ বড় লরি আটকে পড়ে রাস্তার দুই দিকে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় গাছ কেটে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়েছে ৷ রাতভর বৃষ্টির জেরে জল জমেছে বেশকিছু এলাকায়। স্থানীয় বাসিন্দা বুবাই দাস বলেন, "প্রাথমিকভাবে আমরা গ্রামবাসীরা সকলে মিলে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.