ETV Bharat / snippets

চলন্ত বাস জ্বলছে দাউদাউ করে, তদন্ত শুরু পুলিশের

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 5, 2024, 4:51 PM IST

FIRE IN PRIVATE BUS
চলন্ত বাস জ্বলছে দাউদাউ করে (ইটিভি ভারত)

দূরপাল্লার বেসরকারি বাস দাউদাউ করে জ্বলছে ৷ বিহারের কিষাণগঞ্জের 27 নম্বর জাতীয় সড়কের ফোর লেনের উড়ালপুলের উপরে সোমবার ওই বাসে আচমকায় আগুন লেগে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় কিষাণগঞ্জ থানার পুলিশ ও দমকলের দু'টি ইঞ্জিন। কী কারণে বাসটিতে আগুন লাগল তা তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বেসরকারি বাস শিলিগুড়ি থেকে পূর্ণিয়া যাচ্ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যে বাসটি ভস্মীভূত হয়ে যায়। ঘটনার পর থেকে চালক ও খালাসি পলাতক। তবে অভিযোগ ওঠে, দমকল বাহিনীর দফতর মাত্র 500 মিটার দূরত্বে থাকা সত্বেও তাড়াতাড়ি সেখানে পৌঁছয়নি ৷ তবে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ৷

দূরপাল্লার বেসরকারি বাস দাউদাউ করে জ্বলছে ৷ বিহারের কিষাণগঞ্জের 27 নম্বর জাতীয় সড়কের ফোর লেনের উড়ালপুলের উপরে সোমবার ওই বাসে আচমকায় আগুন লেগে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় কিষাণগঞ্জ থানার পুলিশ ও দমকলের দু'টি ইঞ্জিন। কী কারণে বাসটিতে আগুন লাগল তা তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বেসরকারি বাস শিলিগুড়ি থেকে পূর্ণিয়া যাচ্ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যে বাসটি ভস্মীভূত হয়ে যায়। ঘটনার পর থেকে চালক ও খালাসি পলাতক। তবে অভিযোগ ওঠে, দমকল বাহিনীর দফতর মাত্র 500 মিটার দূরত্বে থাকা সত্বেও তাড়াতাড়ি সেখানে পৌঁছয়নি ৷ তবে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.