5000 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ আর প্রায় 1500 ইয়াবা ট্যাবলেট-সহ এক পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ । বিএসএফ-এর 157 ব্যাটেলিয়নের জওয়ানরা শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি সীমান্তে পাচারকারী-সহ ওই নিষিদ্ধ ওষুধগুলি আটক করে । জানা গিয়েছে, সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে ওই নিষিদ্ধ কাশির সিরাপ আর ইয়াবা ট্যাবলেট সীমান্ত এলাকার একটি বাড়িতে মজুত করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালায় বিএসএফ। কোচবিহারের তুফানগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত প্রায় সাড়ে 400 কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। দীর্ঘ ওই সীমান্তের কিছু কিছু এলাকায় কাটাতারের বেড়া দেওয়া যায়নি। আর কাটাতার না থাকার সুযোগে ওইসব এলাকা দিয়ে পাচার চলে।
শীতলকুচি সীমান্তে 1500 ইয়াবা ট্যাবলেট, 5000 কাশির সিরাপ আটক, গ্রেফতার 1
Published : Sep 22, 2024, 8:46 AM IST
5000 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ আর প্রায় 1500 ইয়াবা ট্যাবলেট-সহ এক পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ । বিএসএফ-এর 157 ব্যাটেলিয়নের জওয়ানরা শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি সীমান্তে পাচারকারী-সহ ওই নিষিদ্ধ ওষুধগুলি আটক করে । জানা গিয়েছে, সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে ওই নিষিদ্ধ কাশির সিরাপ আর ইয়াবা ট্যাবলেট সীমান্ত এলাকার একটি বাড়িতে মজুত করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালায় বিএসএফ। কোচবিহারের তুফানগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত প্রায় সাড়ে 400 কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। দীর্ঘ ওই সীমান্তের কিছু কিছু এলাকায় কাটাতারের বেড়া দেওয়া যায়নি। আর কাটাতার না থাকার সুযোগে ওইসব এলাকা দিয়ে পাচার চলে।