সোনা চোরাচালান বানচাল করে দিল বিএসএফ ৷ ট্রলির অ্যাক্সেলে লুকিয়ে রাখা 75 লক্ষ টাকা মূল্যের সোনা-সহ তিন চোরাকারবারী আটক করলেন বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন 73তম ব্যাটালিয়নের জওয়ানরা ৷ 2টি সোনার বিস্কুট-সহ তিন চোরাকারবারীকে আটক করা হয়েছে । শনিবার মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার কাতলামারী সীমান্ত এলাকার ঘটনা। ধৃতরা ট্রলির এক্সেলে সোনা লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে আনছিল। বাজেয়াপ্ত সোনার বিস্কুটের ওজন 1.105 কেজি, যার আনুমানিক বাজার মূল্য 75,14,000 টাকা। ধৃতদের তিনজনকে এবং বাজেয়াপ্ত সোনার বিস্কুটগুলি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য বহরমপুর শুল্ক দফতরে হস্তান্তর করা হয়েছে।
সোনা চোরাচালান বানচাল, 75 লক্ষ টাকার সোনার বিস্কুট-সহ আটক 3
Published : Aug 18, 2024, 7:22 AM IST
সোনা চোরাচালান বানচাল করে দিল বিএসএফ ৷ ট্রলির অ্যাক্সেলে লুকিয়ে রাখা 75 লক্ষ টাকা মূল্যের সোনা-সহ তিন চোরাকারবারী আটক করলেন বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন 73তম ব্যাটালিয়নের জওয়ানরা ৷ 2টি সোনার বিস্কুট-সহ তিন চোরাকারবারীকে আটক করা হয়েছে । শনিবার মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার কাতলামারী সীমান্ত এলাকার ঘটনা। ধৃতরা ট্রলির এক্সেলে সোনা লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে আনছিল। বাজেয়াপ্ত সোনার বিস্কুটের ওজন 1.105 কেজি, যার আনুমানিক বাজার মূল্য 75,14,000 টাকা। ধৃতদের তিনজনকে এবং বাজেয়াপ্ত সোনার বিস্কুটগুলি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য বহরমপুর শুল্ক দফতরে হস্তান্তর করা হয়েছে।