কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মালগাড়ির চালক ও সহকারী চালককেই দায়ী করা হচ্ছে ৷ 17 জুন ভোর 5.50 মিনিট থেকে রাঙাপানি ও চটের হাট স্টেশনের মাঝে স্বয়ংক্রিয় সিগন্যালিং খারাপ হয়েছিল ৷ তখন রাঙাপানির স্টেশন মাস্টার দু'টি ট্রেনকেই আলাদাভাবে কাগুজে সিগন্যাল জারি করেন ৷ যা নিয়ে ট্রেন চালাচ্ছিলেন দুই গাড়ির চালক ৷ এদিকে মালগাড়ির চালক দ্রুত গতিতে ট্রেন চালিয়েছেন ৷ যার একমাত্র সাক্ষী মালগাড়ির সহকারী চালক মনু কুমার ৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷ এতদিনে তাঁর প্রথম বয়ান সামনে এল ৷ কী ঘটেছিল দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে ?
বিশদে পড়ুন: কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে কী হয়েছিল ? জানালেন সহকারী চালক মনু