দূর্গাপুজোর আগে হাওড়া সিটি পুলিশের বড়সড় সাফল্য! রবিবার রাতে সাঁতরাগাছি স্টেশনের কাছে পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয় 100 কেজি গাঁজা। সূত্রের খবর, রবিবার রাতে ওড়িশা থেকে সাঁতরাগাছি পর্যন্ত ট্রেনে করে এসে, সেখান থেকে বাস-পথে এই বিপুল পরিমাণ গাঁজা পাচার করার পরিকল্পনা ছিল । স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার সময়েই হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা 100 কেজি গাঁজা-সহ হাতেনাতে পাকড়াও করেন চার যুবককে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে চেন্নাই-হাওড়া মেল ট্রেনে সাঁতরাগাছি এসে এই চার যুবক হাওড়ার উদ্দেশে যাচ্ছিল। ধৃতদের সঙ্গে আন্তঃ রাজ্য বা আন্তর্জাতিক চোরাচালাকারী চক্রের যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। ধৃতদের আজ আদালতে পেশ করা হবে ।
হাওড়া সাঁতরাগাছিতে 100 কেজি গাঁজা-সহ গ্রেফতার চার
Published : Sep 23, 2024, 9:12 AM IST
দূর্গাপুজোর আগে হাওড়া সিটি পুলিশের বড়সড় সাফল্য! রবিবার রাতে সাঁতরাগাছি স্টেশনের কাছে পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয় 100 কেজি গাঁজা। সূত্রের খবর, রবিবার রাতে ওড়িশা থেকে সাঁতরাগাছি পর্যন্ত ট্রেনে করে এসে, সেখান থেকে বাস-পথে এই বিপুল পরিমাণ গাঁজা পাচার করার পরিকল্পনা ছিল । স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার সময়েই হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা 100 কেজি গাঁজা-সহ হাতেনাতে পাকড়াও করেন চার যুবককে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে চেন্নাই-হাওড়া মেল ট্রেনে সাঁতরাগাছি এসে এই চার যুবক হাওড়ার উদ্দেশে যাচ্ছিল। ধৃতদের সঙ্গে আন্তঃ রাজ্য বা আন্তর্জাতিক চোরাচালাকারী চক্রের যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। ধৃতদের আজ আদালতে পেশ করা হবে ।