Lightning Strike Claims Lives: বজ্রপাতে স্বামী-স্ত্রী-সহ চারজনের মৃত্যু ঝাড়গ্রামে। জখম দুই। সোমবার দুপুরে ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। লালগড়ের শুটপিপুল গ্রামে চাষের কাজ করছিলেন কয়েকজন। সেই সময় বাজ পড়ে মৃত্যু হয় লাল্টু পূজারী (36) ও তাঁর স্ত্রী কাজলের (32)। আহত হন অশোক সর্দার। তাঁদের উদ্ধার করে লালগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে লাল্টু ও কাজলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লালগড়ে গোয়ালডাঙায় পিন্টু শিকারী নামে এক ব্যক্তিও বজ্রপাতে জখম হন। আহত দু'জন রয়েছেন ঝাড়গ্রাম মেডিক্যালে৷ বেলিয়াবেড়ার পৃথক দু'টি ঘটনায় বাজ পড়ে দু'জনের মৃত্যু হয়। লাউপাড়ায় প্রাণ যায় মিহির মহাপাত্রের৷ চন্ডিয়াস গ্রামে মৃত্যু হয় প্রফুল্ল মান্নার।
বজ্রপাতে স্বামী-স্ত্রী-সহ 4 জনের মৃত্যু, জখম আরও 2
Published : Sep 23, 2024, 7:58 PM IST
Lightning Strike Claims Lives: বজ্রপাতে স্বামী-স্ত্রী-সহ চারজনের মৃত্যু ঝাড়গ্রামে। জখম দুই। সোমবার দুপুরে ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। লালগড়ের শুটপিপুল গ্রামে চাষের কাজ করছিলেন কয়েকজন। সেই সময় বাজ পড়ে মৃত্যু হয় লাল্টু পূজারী (36) ও তাঁর স্ত্রী কাজলের (32)। আহত হন অশোক সর্দার। তাঁদের উদ্ধার করে লালগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে লাল্টু ও কাজলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লালগড়ে গোয়ালডাঙায় পিন্টু শিকারী নামে এক ব্যক্তিও বজ্রপাতে জখম হন। আহত দু'জন রয়েছেন ঝাড়গ্রাম মেডিক্যালে৷ বেলিয়াবেড়ার পৃথক দু'টি ঘটনায় বাজ পড়ে দু'জনের মৃত্যু হয়। লাউপাড়ায় প্রাণ যায় মিহির মহাপাত্রের৷ চন্ডিয়াস গ্রামে মৃত্যু হয় প্রফুল্ল মান্নার।