মহানগরীতে নির্বাচনের ঠিক আগে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ৷ এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । ধৃতের নাম আবদুল মাজিদ । আবদুল হাওড়ার বাসিন্দা বলে লালবাজার সূত্রে খবর ।
জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে । স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে, এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে বউবাজার এলাকায় আসবেন । সেই মতোই সাদা পোশাকে ঘটনাস্থলে হাজির হন গোয়েন্দারা ৷ হাতেনাতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় । তাঁর কাছে একটি ব্যাগে লুকনো ছিল আগ্নেয়াস্ত্র ।