ETV Bharat / snippets

কাটল না ট্রফি-খরা, মালয়েশিয়া মাস্টার্সে সিন্ধুর ‘বিষ্ময়’ হার!

author img

By PTI

Published : May 26, 2024, 6:48 PM IST

PV Sindhu
পিভি সিন্ধু (ইটিভি ভারত)

PV Sindhu in Malaysia Masters: ট্রফি-খরা কাটছে না পিভি সিন্ধুর ৷ মালয়েশিয়া মাস্টার্সে চিনের ওয়াং ঝি’র কাছে হেরে গেলেন হায়দরাবাদী তারকা ৷ ম্যাচের ফল 21-16, 5-21, 16-21 ৷ প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেট হেরে বসেন সিন্ধু ৷ তৃতীয় সেটে একসময় 11-3 পয়েন্টে এগিয়ে গিয়েও ম্যাচ হেরে গেলেন গোপীচাঁদের একদা স্নেহধন্যা ৷

শেষবার 2022 সালে সিঙ্গাপুর ওপেন জিতেছিলেন দেশের তারকা শাটলার ৷ তারপর থেকে আর কোনও ট্রফি জিততে পারেননি দু’বারের অলিম্পিক্স পদকজয়ী ৷ সিন্ধু জানিয়েছেন, হারলেও যথেষ্ট কনফিডেন্স পেয়েছেন, যা আগামী টুর্নামেন্টে সাহায্য করবে ৷ চ্যাম্পিয়ন হতে না-পারলেও সিন্ধুর ফর্মে ফেরা অলিম্পিক্সের আগে পদকের আশা বাড়াচ্ছে ভারতের ৷

PV Sindhu in Malaysia Masters: ট্রফি-খরা কাটছে না পিভি সিন্ধুর ৷ মালয়েশিয়া মাস্টার্সে চিনের ওয়াং ঝি’র কাছে হেরে গেলেন হায়দরাবাদী তারকা ৷ ম্যাচের ফল 21-16, 5-21, 16-21 ৷ প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেট হেরে বসেন সিন্ধু ৷ তৃতীয় সেটে একসময় 11-3 পয়েন্টে এগিয়ে গিয়েও ম্যাচ হেরে গেলেন গোপীচাঁদের একদা স্নেহধন্যা ৷

শেষবার 2022 সালে সিঙ্গাপুর ওপেন জিতেছিলেন দেশের তারকা শাটলার ৷ তারপর থেকে আর কোনও ট্রফি জিততে পারেননি দু’বারের অলিম্পিক্স পদকজয়ী ৷ সিন্ধু জানিয়েছেন, হারলেও যথেষ্ট কনফিডেন্স পেয়েছেন, যা আগামী টুর্নামেন্টে সাহায্য করবে ৷ চ্যাম্পিয়ন হতে না-পারলেও সিন্ধুর ফর্মে ফেরা অলিম্পিক্সের আগে পদকের আশা বাড়াচ্ছে ভারতের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.