ETV Bharat / snippets

ধ্রুবজ্যোতি-অঙ্কিতা ও প্রিয়াংকণার ত্রিকোণ প্রেম, আসছে নতুন মিউজিক ভিডিয়ো

author img

By ETV Bharat Bangla Team

Published : May 21, 2024, 4:26 PM IST

New bengali music video
প্রিয়াংকণা, ধ্রুবজ্যোতি ও অঙ্কিতা (বাঁ-দিক থেকে) (নিজস্ব ছবি)

এবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে বাংলা ধারাবাহিকের দুজন জনপ্রিয় মুখ ধ্রুবজ্যোতি সরকার ও অঙ্কিতা মজুমদারকে । তাঁদের নিয়ে আসছে নতুন মিউজিক ভিডিয়ো 'চল হাতটা ধর' । গানটি গেয়েছেন প্রিয়াংকণা শিলাদিত্য । ভিডিয়োতে তাঁকেও দেখা যাবে। গানটি লিখেছেন ও সুর দিয়েছেন প্রিয়াংকণাই । সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক সুব্রত শর্মা । ত্রিকোণ প্রেমের গল্প নিয়েই তৈরি এই গান । পরিচালক সুব্রত শর্মা গানের প্রতিটি লাইনের মানে তুলে ধরেছেন এই গানের ভিডিয়োটিতে । গানটির শ্যুটিং হয়েছে শহর কলকাতা জুড়ে ।

এবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে বাংলা ধারাবাহিকের দুজন জনপ্রিয় মুখ ধ্রুবজ্যোতি সরকার ও অঙ্কিতা মজুমদারকে । তাঁদের নিয়ে আসছে নতুন মিউজিক ভিডিয়ো 'চল হাতটা ধর' । গানটি গেয়েছেন প্রিয়াংকণা শিলাদিত্য । ভিডিয়োতে তাঁকেও দেখা যাবে। গানটি লিখেছেন ও সুর দিয়েছেন প্রিয়াংকণাই । সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক সুব্রত শর্মা । ত্রিকোণ প্রেমের গল্প নিয়েই তৈরি এই গান । পরিচালক সুব্রত শর্মা গানের প্রতিটি লাইনের মানে তুলে ধরেছেন এই গানের ভিডিয়োটিতে । গানটির শ্যুটিং হয়েছে শহর কলকাতা জুড়ে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.