পুজোর আর বেশিদিন বাকি নেই ৷ কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ কাজের ফাঁকে অনেকেই টুকটাক কেনাকাটা করে রাখছেন ৷ এরই মাঝে কলকাতাতে হাজির একটি নতুন বস্ত্র বিপণী। যেখানে রয়েছে পুরুষদের পোশাকের নিত্যনতুন কালেকশন। শোরুমের উদ্বোধনে উপস্থিত ছিলেন বলিউড তারকা হর্ষবর্ধন রানে এবং বিপণীর ব্র্যান্ড প্রধান আশিস মুকুল। ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। হর্ষবর্ধন রানে বলেন, "কলকাতায় আসা আমার কাছে একটা বিশেষ অনুভূতি। বিশেষ করে দুর্গা পুজোর ঠিক আগে। কলকাতার পুজো মানেই অন্য একটা ব্যাপার। আমি বড় হওয়ার সঙ্গে সঙ্গে জেনেছি। তাই এই আবহে কলকাতায় এসে ভীষণ ভালো লাগছে ৷" এদিন দর্শনাও লাল পাড় সাদা শাড়িতে লাগছিলেন অপরূপা ৷
হর্ষবর্ধন রানের সঙ্গে দর্শনা, নতুন ছবির কাজ না অন্য কিছু?
By ETV Bharat Entertainment Team
Published : Sep 14, 2024, 2:27 PM IST
পুজোর আর বেশিদিন বাকি নেই ৷ কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ কাজের ফাঁকে অনেকেই টুকটাক কেনাকাটা করে রাখছেন ৷ এরই মাঝে কলকাতাতে হাজির একটি নতুন বস্ত্র বিপণী। যেখানে রয়েছে পুরুষদের পোশাকের নিত্যনতুন কালেকশন। শোরুমের উদ্বোধনে উপস্থিত ছিলেন বলিউড তারকা হর্ষবর্ধন রানে এবং বিপণীর ব্র্যান্ড প্রধান আশিস মুকুল। ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। হর্ষবর্ধন রানে বলেন, "কলকাতায় আসা আমার কাছে একটা বিশেষ অনুভূতি। বিশেষ করে দুর্গা পুজোর ঠিক আগে। কলকাতার পুজো মানেই অন্য একটা ব্যাপার। আমি বড় হওয়ার সঙ্গে সঙ্গে জেনেছি। তাই এই আবহে কলকাতায় এসে ভীষণ ভালো লাগছে ৷" এদিন দর্শনাও লাল পাড় সাদা শাড়িতে লাগছিলেন অপরূপা ৷