ETV Bharat / snippets

অভিনেত্রী শৌচালয়ে গেলে উঁকি ! টেকনিশিয়ানকে গণপিটুনি টলিপাড়ায়

author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 22, 2024, 11:37 AM IST

Updated : Sep 22, 2024, 12:28 PM IST

ETV BHARAT
অভিনেত্রী শৌচালয়ে গেলে উঁকি, অভিযুক্তকে টেকনিশিয়ানকে গণপিটুনি টলিপাড়ায় (প্রতীকী চিত্র)

Man Beaten in Tollygunge Studio: অভিনেত্রীর সম্ভ্রমহানির চেষ্টা ! গতকাল 'দাসানি 2' স্টুডিয়োতে এই অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, এক ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী শৌচালয়ে গেলে তাঁকে উঁচু জায়গা থেকে দেখার চেষ্টা করে জনৈক টেকনিশিয়ান। ধরা পড়লে তাঁকে বেধড়ক পেটানো হয় স্টুডিয়ো চত্বরেই এবং তাঁকে বেঁধে রাখা হয় ল্যাম্পপোস্টে। বিষয়টিকে পাঁচ কান করতে চাইছেন না কেউ। তবে, গিল্ডকে জানানো হয়েছে। ঝন্টু নামে ওই অভিযুক্তকে সাসপেন্ড করা হবে বলে খবর। অভিনেত্রী সায়ন্তনী মল্লিক এই ঘটনার তীব্র নিন্দা করেছেন৷ তিনি বলেন, "নতুন মেয়ে। তাই ওঁকে বোঝানো হচ্ছে, তুই তো নতুন তাই নেগেটিভ প্রোপাগান্ডা হবে। কেউ কোনও কথাই বলছেন না।"

Man Beaten in Tollygunge Studio: অভিনেত্রীর সম্ভ্রমহানির চেষ্টা ! গতকাল 'দাসানি 2' স্টুডিয়োতে এই অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, এক ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী শৌচালয়ে গেলে তাঁকে উঁচু জায়গা থেকে দেখার চেষ্টা করে জনৈক টেকনিশিয়ান। ধরা পড়লে তাঁকে বেধড়ক পেটানো হয় স্টুডিয়ো চত্বরেই এবং তাঁকে বেঁধে রাখা হয় ল্যাম্পপোস্টে। বিষয়টিকে পাঁচ কান করতে চাইছেন না কেউ। তবে, গিল্ডকে জানানো হয়েছে। ঝন্টু নামে ওই অভিযুক্তকে সাসপেন্ড করা হবে বলে খবর। অভিনেত্রী সায়ন্তনী মল্লিক এই ঘটনার তীব্র নিন্দা করেছেন৷ তিনি বলেন, "নতুন মেয়ে। তাই ওঁকে বোঝানো হচ্ছে, তুই তো নতুন তাই নেগেটিভ প্রোপাগান্ডা হবে। কেউ কোনও কথাই বলছেন না।"

Last Updated : Sep 22, 2024, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.