Bihar Election Results 2025

ETV Bharat / bharat

চলন্ত বাসে আগুন ! ঝলসে মৃত অন্তত 21 যাত্রী; শোকজ্ঞাপন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

একটি বেসরকারি বাস জয়সলমের থেকে যোধপুরে যাচ্ছিল ৷ মাঝপথেই থাইয়াট গ্রামের কাছে চলন্ত বাসটিতে আগুন ধরে যায় ৷ ঘটনায় ঝলসে যান অনেক যাত্রী ৷

Bus catches fire in Jaisalmer
চলন্ত বাসে আগুন, বেশ কয়েকজন দগ্ধ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 14, 2025 at 8:50 PM IST

|

Updated : October 14, 2025 at 11:49 PM IST

3 Min Read
Choose ETV Bharat

জয়সলমের, 14 অক্টোবর: যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লেগে অন্তত 21 জনের মৃত্যু ! মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়সলমেরের আর্মি ওয়ার মিউজিয়ামের কাছে জয়সলমের-যোধপুর রোডে ৷

ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হয়েছে বলে খবর ৷ গুরুতর আহতদের যোধপুরে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ৷

এক্স পোস্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন, "রাজস্থানের জয়সলমেরে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির খবরটি অত্যন্ত দুঃখজনক । শোকাহত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ।"

এক্স হ্যান্ডেলে স্বজনহারাদের পাশে থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী । তিনি লেখেন, "রাজস্থানের জয়সলমেরে দুর্ঘটনায় প্রাণহানিতে আমি শোকাহত । এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল । আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি । প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে মৃতদের পরিবারপিছু 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা করে দেওয়া হবে ৷"

যাত্রীদের অনেকেই চলন্ত বাস থেকে জানলা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করেন ৷ এতেও বেশ কয়েকজন আহত হন ৷ জেলাশাসক প্রতাপ সিং ঘটনার দুঃখপ্রকাশ করে জরুরি ভিত্তিতে আহতদের চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দিয়েছেন ৷ পুলিশ জানিয়েছে, এদিন বিকেল 3টে নাগাদ বাসটি দিল্লি থেকে জয়সলমেরের দিকে রওনা দেয় ৷ বাসের অধিকাংশ যাত্রী ছিলেন যোধপুরের ৷ 20 কিলোমিটার যাওয়ার পর থাইয়াট গ্রামের কাছে বাসটি থেকে ধোঁয়া বের হতে থাকে ৷ সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন লেগে যায় ৷ তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ সেনা জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন ৷

এই ঘটনায় এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেতা অশোক গেহলত লেখেন, "জয়সলমের থেকে যোধপুরগামী একটি বাসে অগ্নিকাণ্ডে 20 জনের প্রাণহানির ঘটনা হৃদয়বিদারক। এই ঘটনার খবরটি অত্যন্ত মর্মান্তিক। আমি ঈশ্বরের কাছে মৃতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।"

ভয়াবহ এই বাস দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা ৷ তিনি জেলাশাসক, পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলেন ৷ একইসঙ্গে আহতদের সবরকম সাহায্যের জন্য আধিকারিকদের নির্দেশ দেন ৷ তবে বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি ৷ মুখ্যমন্ত্রী সোশাল মিডিয়ায় লেখেন, জয়সলমেরে বাসে আগুন লাগার ঘটনা হৃদয়বিদারক ৷ এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি আমার গভীর সমবেদনা রইল ৷ আহতদের সব ধরনের সাহায্যের জন্যে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে ৷"

প্রত্যক্ষদর্শী মনেন্দ্র সিং জানান, বাসটি রাস্তায় উপর জ্বলছিল ৷ ধোঁয়ায় রাস্তা ডেকে যায় ৷ অনেকেই বাস থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন ৷ প্রশাসন, পুলিশ ও দমকলের গাড়ি প্রায় 50 মিনিট পর ঘটনাস্থলে পৌঁছয় ৷ দমকল ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ খবর দেওয়া হয় সেনাকেও ৷ সেনার কয়েকজন আধিকারিক এবং জওয়ান ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন ৷ আহতদের দ্রুত জেলার সরকারি জওহর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলাশাসক প্রতাপ সিং, পুলিশ সুপার অভিষেক শিভহারে ৷ মহকুমাশাসক সক্ষম গোয়েল এবং জেলার অনান্য আধিকারিকরা ৷

বাসযাত্রীর আত্মীয়দের জন্য খোলা হয় হেল্পলাইন নম্বর ৷ নম্বর গুলি হল- 9414801400, 8003101400, 02992-252201, and 02992-255055 ৷ জেলার আধিকারিকরা সর্বক্ষণ ঘটনার প্রতি নজর রেখে চলেছেন ৷

Last Updated : October 14, 2025 at 11:49 PM IST