মহিলা বগি বাড়াতে হবে, শিয়ালদা শাখায় ট্রেন অবরোধ করে যাত্রী বিক্ষোভ - RAIL PASSENGERS PROTEST
🎬 Watch Now: Feature Video


Published : May 24, 2025 at 4:59 PM IST
লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা বাড়ানোর দাবিতে আবারও বিক্ষোভ ৷ শিয়ালদার দক্ষিণ শাখায় ট্রেন অবরোধ করেন নিত্যযাত্রীরা। শনিবার সকাল সাড়ে সাতটা থেকে দক্ষিণ 24 পরগনার শিয়ালদার দক্ষিণ শাখায় দক্ষিণ বারাসত রেল স্টেশনে কাছে চলে বিক্ষোভ। অবরোধের জেরে শিয়ালদার দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে প্রভাব পড়ে। বিঘ্ন হয় ট্রেন চলাচল। অবরোধের জেরে মথুরাপুর-সহ একাধিক রেল স্টেশনে আটকে থাকে লোকাল ট্রেন ৷
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল পুলিশের আধিকারিকরা। এক অবরোধকারীর অভিযোগ, ট্রেন বা জেনারেল কোচের সংখ্যা না-বাড়ানোয় প্রতিদিন প্রবল ভিড় হচ্ছে। ভিড়ে দাঁড়ানো তো দূর ট্রেনে উঠতে পর্যন্ত পারছেন না সাধারণ মানুষ। ভোর থেকেই হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি চলে। এর আগেও মহিলা কামরা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শিয়ালদার দক্ষিণ শাখায় একাধিক স্টেশনে ট্রেন অবরোধ করেছিলেন নিত্যযাত্রীরা। কিন্তু তাতে কোনও লাভই হচ্ছে না ৷ প্রতিদিন এই কষ্ট করে তাঁদের যাতায়াত করতে হচ্ছে ৷
আর আজ আবারও রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার স্কুল, কলেজে ও অফিসযাত্রীদের। রেল পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিক্ষোভ কারীদের সঙ্গে কথা বলেন ৷ পরবর্তীতে রেল অবরোধ তুলে দেন বিক্ষাভকারীরা ৷