thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Aug 18, 2024, 8:09 PM IST

Updated : Aug 18, 2024, 10:49 PM IST

ETV Bharat / Videos

আরজি করে চিকিৎসক হত্যার প্রতিবাদ! টালিগঞ্জ থেকে শ্যামবাজার টলিপাড়ার মিছিল - PROTEST RALLY BY TOLLYWOOD ARTIST

আরজি কর-কাণ্ডে মহিলা চিকিৎসক পড়ুয়ার হত্য়ার প্রতিবাদে রবিবার সরব হল টলিপাড়াও ৷ টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিয়ো থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত মিছিলে সামিল হলেন টলিউডের অভিনেতা থেকে পরিচালক, প্রযোজকরা ৷ সবার দাবি একটাই, মহিলা চিকিৎসকের উপর বর্বরোচিত দোষীদের যথোপযুক্ত শাস্তি ৷ 

এই প্রতিবাদ মিছিলে হাঁটতে দেখা যায় পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, অঙ্কুশ, ঐন্দ্রিলা, অরিন্দম শীল, কৌশিক সেন, রাজ চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, রাহুল মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্য শিল্পী, কলা-কুশলীদের ৷ মিছিলে উপস্থতি অরিন্দম শীল বলেন, "আমরা সাধারণ মানুষ হিসেবে একটা বিচার চাইছি ৷" এদিকে পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে দেখা গেল টালিগঞ্জে ৷ তিনি অভিনেতা-অভিনেত্রীদের মিছিলে যাওয়ার বাসে তুলে দিতে আসেন ৷ এদিনই তাঁর মা প্রয়াত হয়েছেন ৷ এই শোকের মধ্যেও তিনি টেকনিশিয়ান স্টুডিয়োতে আসেন ৷ তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়, পুত্র উজান গঙ্গোপাধ্যায় । 

এদিন আরজি কর হাসপাতাল পর্যন্ত যাওয়া শিল্পীদের উদ্দেশ্য থাকলেও তাঁরা পৌঁছতে পারেননি । কারণ শহরে যানজটের কথা মাথায় রেখে আরজি কর চত্বরে ভিড় ও জমায়েতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে প্রশাসনের তরফে ৷ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি (পুরানো 144 ধারা) করা হয়েছে ৷ 18 থেকে 24 অগস্ট পর্যন্ত হাসপাতাল সংলগ্ন এলাকায় জমায়েত করা যাবে না ৷ বলা হয়েছে, বেলগাছিয়া রোড, শ্যামবাজার পাঁচমাথার মোড়, জেকে মিত্র রোডে একসঙ্গে 5 জন বা তার বেশি কেউ জমায়েত করতে পারবে না ৷ তাছাড়া, লাঠি কিংবা কোনওপ্রকার অস্ত্র নিয়ে এই এলাকায় যাওয়া পুরোপুরি নিষিদ্ধ ৷

Last Updated : Aug 18, 2024, 10:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.