সরকারকে ধৈর্য ধরে সমস্যার সমাধান করতে হবে, মত শুভঙ্করের - CONGRESS ON JADAVPUR CHAOS
🎬 Watch Now: Feature Video


Published : March 3, 2025 at 6:28 PM IST
যাদপুর বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় আহত প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়কে দেখতে হাসপাতালে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ৷ সোমবার তিনি ওই জখম ছাত্র ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ৷ এই বিষয়ে সাংবাদিকদের শুভঙ্কর বলেন, "তাঁর (ইন্দ্রানুজ) চোখে সেলাই হয়েছে ৷ সেলাই কাটার পর চোখের অবস্থা বোঝা যাবে ৷ খুব স্পর্শকাতর জায়গা ৷ পায়েও চোট লেগেছে ৷ তাঁর বাড়ির লোকেদের এখনও এক্স-রে রিপোর্ট এবং অন্যান্য রিপোর্ট দেওয়া হচ্ছে না ৷ সিটি স্ক্যানে কী আছে, তাও দেখানো হচ্ছে না ৷ বাড়ির লোককে এই সমস্ত তথ্য় দেওয়া উচিত ৷"
পাশাপাশি তিনি বলেন, "সরকারকে এগিয়ে আসতে হবে ৷ রাজ্যপাল আচার্য ৷ তাঁকেও এগিয়ে আসতে হবে ৷ উপাচার্যকেও এগিয়ে আসতে হবে ৷ এই পরিস্থিতি চলতে পারে না ৷ ছাত্ররা দাবি করবে ৷ ছাত্ররা অন্যায়ের প্রতিবাদও করবে ৷ শিক্ষামন্ত্রী, আচার্য, তাঁদের খুব ধৈর্যের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে ৷" এদিন তিনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিরোধিতা প্রসঙ্গে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়দের কথা তুলে ধরেন ৷ তাঁরা কীভাবে এই ধরনের পরিস্থিতিকে সামলেছেন তা বলেন ৷